রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৩১:৫৯

বিশেষ মাইলফলক অর্জন করলেন বিরাট কোহলি

বিশেষ মাইলফলক অর্জন করলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে কুলদীপ যাদব কেন অপরিহার্য তা নিয়মিতই বুঝিয়ে দিচ্ছেন তিনি। বল হাতে মুহূর্তের মধ্যে ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারেন তিনি। 

পাকিস্তানের বিপক্ষে আজকের হাই ভোল্টেজ ম্যাচেই পরপর দুই বলে আগা সালমান ও শাহিন আফ্রিদিকে আউট করে ম্যাচের চিত্র বদলে দেন তিনি। দারুণ বোলিংয়ে এদিন দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি রিস্ট স্পিনার। একই দিনে ভারতের হয়ে বিশেষ মাইলফলক অর্জন করেছেন বিরাট কোহলিও।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৪১ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। বল হাতে কুলদীপ যাদব ৯ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। আর তাতেই অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন এই স্পিনার।

পঞ্চম ভারতীয় স্পিনার এবং ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন কুলদীপ যাদব।
 
এই ম্যাচের আগে ৩০০ উইকেট পূর্ণ করতে কুলদীপের দরকার ছিল মোটে একটি উইকেট। আগা সালমানকে বিদায় কতরে মাইলফলক ছোঁয়ার পর শাহিন আফ্রিদি এবং নাসিম শাহকেও ফিরিয়েছেন এই বাঁহাতি রিস্ট স্পিনার।

৩০০ উইকেট পূর্ণ করতে কুলদীপকে ১৬৩টি ম্যাচ খেলতে হয়েছে। এর মধ্যে ১৩ টেস্টে ৫৬, ১১০ ওয়ানডেতে ১৭৭ এবং ৪০ টি-টোয়েন্টিতে ৬৯ উইকেট শিকার করেছেন তিনি।

এর আগে ভারতের স্পিনারদের মধ্যে অনিল কুম্বলে, হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনাররা এই মাইলফলক ছুঁয়েছেন।

একই দিনে দারুণ এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে কোহলিই এখন ভারতের পক্ষে সর্বোচ্চ ক্যাচ ধরা খেলোয়াড়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি পেছনে ফেলেছেন আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনকে।

৩৬ বছর বয়সী কোহলি এদিন ম্যাচের ৪৭তম ওভারে নাসিম শাহ'র ক্যাচ ধরে আজহারকে ছাড়িয়ে যান। ৩৩৪ ম্যাচে ১৫৬টি ক্যাচ নিয়ে এতদিন ভারতের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডের মালিক ছিলেন আজহার। কোহলিও সমান ক্যাচ নিয়ে যৌথভাবে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন। কিন্তু আজ নাসিমের ক্যাচটি ধরেই এককভাবে রেকর্ডটির মালিক বনে গেছেন। পরে খুশদিল শাহর ক্যাচটিও কোহলিই ধরে রেকর্ড আরও সমৃদ্ধ করেন এই সাবেক অধিনায়ক।

আজহারকে ছাড়িয়ে যেতে তার চেয়ে অনেক কম ম্যাচ খেলতে হয়েছে কোহলিকে। ২৯৯ ম্যাচেই ১৫৮ ক্যাচ ধরেছেন এই সাবেক অধিনায়ক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে