রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৯:১০

শেষ পর্যন্ত হেরে গেল পাকিস্তান, এবারের জয়ের নায়ক কোহলি

শেষ পর্যন্ত হেরে গেল পাকিস্তান, এবারের জয়ের নায়ক কোহলি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাই-ভোল্টেজ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। তবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচটি আধিপত্য করেই জিতেছে ভারত। 

টসে হেরে আগে বল করতে নেমে কুলদীপ যাদব-হার্দিক পান্ডিয়াদের দুর্দান্ত বোলিংয়ে ব্যাট হাতে ম্যান ইন গ্রিনদের বড় সংগ্রহ গড়তে দেয়নি রোহিত শর্মার দল। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত শতকে ম্যাচটি সহজেই জিতে নিয়েছে ভারত। 

আগে ব্যাট করে ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিতে পেরেছিল পাকিস্তান। ব্যাট হাতে ম্যান গ্রিনদের হয়ে আজ সর্বোচ্চ ৬২ রান করেন সৌদ শাকিল। এছাড়া মোহাম্মদ রিজওয়ানের ৪২ ও শেষদিকে খুশদিল শাহের ৩৮ রানের ইনিংসের সুবাদে ২৪১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলির শতকে ৪২.৩ ওভারেই ৬ উইকেটের জয় নিশ্চিত করেছে ভারত। 

লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল শুরুটা বেশ ভালোই করেছিলেন। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে স্কোরবোর্ডে তুলেছিলেন ৩১ রান। রোহিতও বেশ ছন্দে ছিলেন। তবে পঞ্চম ওভারে শাহিন আফ্রিদির করা দুর্দান্ত এক ডেলিভারিতে স্ট্যাম্প উপড়ে যায় ভারতীয় এই ওপেনারের। 

রোহিত ফেরার পর ক্রিজে গিলের সঙ্গী হন বিরাট কোহলি। গিলের সঙ্গে কোহলি গড়েছিলেন ৬৯ রানের দুর্দান্ত এক জুটি। ৫২ বলে ৪৬ রান করে গিল ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কোহলি। গিল ফেরার পর ক্রিজে তার সঙ্গী হয়েছিলেন শ্রেয়াস আইয়্যার। আইয়্যারের সঙ্গে কোহলি গড়েছিলেন ১১৪ রানের জুটি। এ জুটিতেই জয়ের ভিত গড়া হয় ভারতের। 

কোহলির সঙ্গে বড় জুটি গড়ার পথে ফিফটির দেখা পান আইয়্যার। ব্যক্তিগত ৫৬ রানে খুশদিলের বলে ক্যাচ আউট হয়ে আইয়্যার আউট হলেও কোহলি ছিলেন অপরাজিত। ৪২.৩ ওভারে চার মেরে দলের জয়ের পাশাপাশি নিজের সেঞ্চুরি পূরণ করেন কোহলি। তিনি অপরাজিত ছিলেন ১১১ বলে ১০০ রান করে। 

এর আগে আগে ব্যাট করতে নেমে ইমাম-বাবর মিলে শুরু থেকেই ধীরে সুস্থে খেলছিলেন। মোহাম্মদ শামি-হার্ষিত রানাদের বিপক্ষে দেখেশুনেই ব্যাট চালাচ্ছিলেন এ দুজন। লম্বা সময় ধরেই ফর্মে না থাকা বাবর আজ শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন। তবে ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আজও। 

নবম ওভারে হার্দিকের করা প্রথম বলটিতেই দারুণ এক চার মেরেছিলেন বাবর। তবে দ্বিতীয় বলেই লোকেশ রাহুলের মুঠোবন্দী হয়ে ফিরতে হয় তাকে। সাজঘরে ফেরার আগে ২৬ বলে ২৩ রান করেছেন তিনি। 

এদিকে বাবর ফেরার পর সাজঘরে ফিরতে হয়েছে ইমামকেও। আজই প্রথম ম্যাচ খেলতে নামা পাকিস্তানি এই ওপেনার অবশ্য ফিরেছেন রান আউট হয়ে। দৌড়ে রান নিতে গিয়ে শুবমান গিলের সরাসরি থ্রোতে আউট হন তিনি। ফেরার আগে তিনি করেছেন ২৬ বলে ১০ রান। 

এদিকে দুই ওপেনার সাজঘরে ফেরার পর পাকিস্তানের হাল ধরেছিলেন রিজওয়ান ও শাকিল। ভারতীয় বোলারদের বিপক্ষে এ দুজন গড়েছিলেন প্রতিরোধী এক জুটি। শামি-রানাদের বিপক্ষে দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেন ১০৪ রান। তবে এ জুটি আর বাড়তে দেননি অক্ষর প্যাতেল। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন রিজওয়ান। পাকিস্তানের অধিনায়ক সাজঘরে ফেরার আগে করেন ৭৭ বলে ৪৬ রান।

এদিকে রিজওয়ান ফেরার পর শাকিলও খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। দলীয় ১৫৯ রানে সাজঘরের পথ ধরেন শাকিল। এরপর ম্যান ইন গ্রিনদের হয়ে বলার মত রান করতে পেরেছেন কেবল খুশদিল শাহ। সালমান আঘা ও তৈয়ব তাহিররা ব্যর্থ হওয়ার পর শেষদিকে খুশদিল খেলেন ৩৯ বলে ৩৮ রানের ইনিংস। তার এই ইনিংসের সুবাদেই ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে