রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১০:১৫

বাংলাদেশিদের বাড়তি কদর করছে পাকিস্তানিরা

বাংলাদেশিদের বাড়তি কদর করছে পাকিস্তানিরা

এমটিনিউজ২৪ ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। দলটির অনুশীলন ও চলাফেরার প্রতিটি মুহূর্তেই চোখে পড়ছে দেশটির কঠোর নিরাপত্তাব্যবস্থা। রাজধানী ইসলামাবাদের পরিচ্ছন্ন রাস্তা ধরে যখন বাংলাদেশ দল প্র্যাকটিস গ্রাউন্ডের দিকে এগোচ্ছে, তখন রাস্তার দু'পাশের দৃশ্য যেন এক নতুন অভিজ্ঞতা দিচ্ছে। নেই কোনো যানজট, নেই কোনো বিশৃঙ্খলা— শুধুই প্রকৃতির ছোঁয়া আর নিরাপত্তার কঠোর বেষ্টনী।

বাংলাদেশ দলকে মাঠে পৌঁছে দিতে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই সহযোগিতা করছে। এত আলোচনা-সমালোচনার পরও বাস্তব অভিজ্ঞতা বলছে, নিরাপত্তা ইস্যু নিয়ে অতিরঞ্জিত শঙ্কার কিছু নেই। বরং বাংলাদেশি বলে পাওয়া যাচ্ছে বিশেষ কদর, যা প্রশাসন থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

অভিজ্ঞতাটা সীমাবদ্ধ নেই শুধু রাস্তার দৃশ্যে। অনুশীলন ভেন্যুতে ঢোকার ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি চোখে পড়ার মতো। আইসিসির গ্রাউন্ড নয়, বরং এক সোশ্যাল ক্লাবের মধ্যে অনুশীলন করলেও বাংলাদেশ দলকে ঘিরে নিরাপত্তা বলয় কঠোর। কেউ যেন অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে, বিশেষ করে যাদের ইংরেজি ভাষার ওপর দখল কম, তাদের জন্য যোগাযোগের সমস্যা হচ্ছে। তবে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

পাকিস্তানে যেভাবে বাংলাদেশি সাংবাদিকদেরও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলতে হচ্ছে, তাতে বোঝা যায়, দেশটির কর্তৃপক্ষ সিকিউরিটি নিয়ে একটুও ঝুঁকি নিতে রাজি নয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি এতটাই দৃশ্যমান যে, একে রীতিমতো রাষ্ট্রীয় নিরাপত্তার বিশেষ পর্যায় বললেও ভুল হবে না।

পাকিস্তানের প্রতি সাধারণভাবে অনেকের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও বাস্তবে এসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাংলাদেশিদের প্রতি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিশেষ আন্তরিকতা দেখাচ্ছে, যা সফরকারী সংবাদকর্মীদেরও নজর এড়ায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তান যেভাবে নিরাপত্তার চাদরে বাংলাদেশ দলকে ঢেকে রেখেছে, সেটির প্রশংসা না করে পারা যায় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে