রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৮:৩৯

কোহলি শেষ পর্যন্ত ভেঙ্গে ফেললেন শচীনের সেই বিশ্ব রেকর্ড

কোহলি শেষ পর্যন্ত ভেঙ্গে ফেললেন শচীনের সেই বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের দেখায় ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। এই লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করছেন বিরাট কোহলি। ইতোমধ্যেই ব্যক্তিগত ফিফটি তুলে অপরাজিত আছেন তিনি। আর এই ইনিংস খেলার পথে একটা মাইলফলকও ছুঁয়েছেন কোহলি।

ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড এতদিন ছিল শচীন টেন্ডুলকারের দখলে। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আজ তা ভেঙে নতুন করে গড়েছেন কোহলি।

আজ ব্যাটিংয়ে নামার সময় কোহলির ওয়ানডে রানসংখ্যা ছিল ১৩ হাজার ৯৮৫। মাইলফলক থেকে ১৫ রান দূরে থেকে উইকেটে আসেন তিনি। দেখে-শুনে খেলে ইনিংসের ১৩তম ওভারেই সেই মাইলফলকে পৌঁছে যান।

২৮৭ ওয়ানডে ইনিংসেই ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। অথচ শচীন এই মাইলফলক ছুঁতে খেলেছিলেন ৩৫০ ইনিংস। অর্থাৎ শচীনের চেয়ে ৬৩ ইনিংস কম খেলেই ১৪ হাজারি ক্লাবে প্রবেশ করলেন কোহলি।

এই তালিকায় শচীনের পরই আছেন কুমারা সাঙ্গাকারা। লঙ্কান এই কিংবদন্তির মাইলফলক ছুঁতে লেগেছে ৩৭৮ ইনিংস। এই তিনজন ছাড়া ১৪ হাজার রান নেই ওয়ানডে ইতিহাসে আর কারও।

এই সংস্করণে সবচেয়ে বেশি ৫০ সেঞ্চুরির রেকর্ডও কোহলির। ২০২৩ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০তম সেঞ্চুরিটি করে তিনি ছাড়িয়ে যান শচীনকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে