রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৮:৫২

সাকিবের অনুরোধেই যে আবেদন

সাকিবের অনুরোধেই যে আবেদন

স্পোর্টস ডেস্ক :  রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের প্রথম দিনে বড় এক চমক উপহার দিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ।

লিগের জন্য ক্লাবটি নিবন্ধন করে সাকিব আল হাসানের নাম। তবে আপাতত প্রিমিয়ার লিগে খেলতে চান না সাকিব। তার অনুরোধেই আপাতত দলবদল স্থগিত চেয়ে সিসিডিএমের কাছে আবেদন করেছে লেজেন্ড অব রুপগঞ্জ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কার্যালয়ে শনিবার দুপুরে সাকিবকে দলভুক্ত করার ঘোষণা দেন রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল।

তবে আপাতত ঢাকাি প্রিমিয়ার লিগে খেলতে চান না সাকিব আল হাসান। তার অনুরোধেই আপাতত দলবদল স্থগিত চেয়ে সিসিডিএমের কাছে আবেদন করেছে লেজেন্ড অব রুপগঞ্জ। খবরটি নিশ্চিত করেছেন লেজেন্ডে অব রুপগঞ্জের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটো।

দলবদল করলেও সাকিবের দেশে ফেরা নিয়ে প্রশ্ন এবং অনিশ্চয়তা থাকছেই। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেশে ফিরতে পারেননি আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়া এই ক্রিকেটার।

রূপগঞ্জ দলটির হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন, ‘আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ড অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিবের সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে উনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি বিষয়টা। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে