স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন চরম উত্তেজনা। ক্রিকেটের মাঠ ছাড়িয়ে সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশের আনাচে-কানাচে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতকে অন্যরকম এক উপহার দিলো পাকিস্তান।
পাকিস্তানের জেলখানায় বন্দী ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। মাছ ধরেত গিয়ে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করায় আটক করা হয়েছিলো তাদের।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুশীলন দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ খবর জানিয়েছেন পিসিবি সভাপতি। সাংবাদিকদের এক প্রশ্নে উঠে আসে জেলেদের মুক্তি দেয়ার প্রসঙ্গ। শনিবার লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের আগে কয়েক সেকেন্ড বাজানো হয় ভারতের জাতীয় সংগীত। এ নিয়ে নাকভি বলেন, ‘টুর্নামেন্ট আইসিসি আয়োজন করছে।’ এরপর তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছি।’
তবে জাতীয় সংগীত বিতর্ক নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠায় পিসিবি অসন্তুষ্ট। এর জন্য তারা দায়ী করছে আইসিসিকেই।
আসরে নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। তবে ভারত ম্যাচে দল ভালো করবে বলেও আশাবাদী ছিলেন পিসিবি সভাপতি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগে ব্যাট করে ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।