রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:৩৭:২১

বার্সেলোনাকে টপকে শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ, এমবাপ্পের জোড়া গোল

বার্সেলোনাকে টপকে শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ, এমবাপ্পের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনাকে টপকে লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধার করলো রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থেকেও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তারা হারালো ভিয়ারিয়ালকে।

এল মাদ্রিগালে শনিবার (১৫ মার্চ) রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল।

 টানা ম্যাচের ধকলে ক্লান্ত রিয়াল। ভিয়ারিয়ালের বিপক্ষে তাদের পারফরম্যান্সে সে ছাপ স্পষ্ট। পুরো ম্যাচে দাপট দেখিয়েছে ভিয়ারিয়াল। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বেশ আধিপত্য ছিল স্বাগতিকদের। ২৩টি শট নিয়ে ১০টিই গোলমুখে রেখেছিল তারা।

 অন্যদিকে ৫৫ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল ৯ শটের ৫টি রেখেছিল গোলমুখে। তবে আক্রমণে পিছিয়ে থাকলেও এমবাপ্পে নৈপুণ্যে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে তারা।

এদিন ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই পিছিয়ে পড়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। আলেক্স বায়েনার কর্নারে বল হুয়ান ফয়থের হাঁটুতে লেগে রিয়ালের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির পিঠে লাগে, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ।

তবে সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি লস ব্ল্যাঙ্কোস। ১৭তম মিনিটে এমবাপ্পের পাসে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা।

এর ৬ মিনিট পরই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের বাকি সময় গোলবারে লড়ে যান থিবো কোর্তোয়া। তাতে ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ে ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসলো রিয়াল। দুই ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ভিয়ারিয়াল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে