স্পোর্টস ডেস্ক : বিধ্বংসী ব্যাটার দিয়ে গত আসরেই সবার নজর আলাদা করে কেড়ে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ট্রাভিস হেড, অভিষেক শর্মার ওপেনিং জুটিই গড়েছিল একের পর এক রেকর্ড। এরপর ছিলেন এইডেন মার্করাম, নীতিশ রেড্ডি আর হেনরিখ ক্লাসেনের মতো তারকারা। স্বাভাবিকভাবেই হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ নিয়ে ছিল আলাদা আলোচনা।
দল রিটেনশনেও ব্যাটারদের ওপরেই বেশি জোর দিয়েছিল ২০১৬ আসরের চ্যাম্পিয়ন দলটি। ট্রাভিস হেড, অভিষেক, ক্লাসেন আর রেড্ডিকে ধরে রাখে তারা। নিলামের মঞ্চ থেকে দলের ব্যাটিং শক্তি আরও বাড়াতে যুক্ত করা হয়েছে ভারতীয় ক্রিকেটের নামী মুখ ঈশান কিষাণ। প্রস্তুতি ম্যাচে ঝড়ও তুলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডধারী। ২০২৫ সালেও নিজেদের আগের রূপটাই তারা ধরে রাখতে চায়। শুরুর আগে ইনট্রা-স্কোয়াড সিমুলেশনে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স করে সেটাই বোঝালেন দলের ব্যাটাররা। আর তাতে নেতৃত্ব দিলেন ঈশান কিষান। শনিবার (১৫ মার্চ) হায়দরাবাদে ইনট্রা-স্কোয়াড অনুশীলন ম্যাচে কিষান এক ম্যাচেই দুটি অর্ধশতক হাঁকান। প্রথম ইনিংসে ২৩ বলে ৬৪ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৩০ বলে ৭৩ রান করেন ইশান কিষান।
১১.২৫ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে হায়দরাবাদের দলে যোগ দিয়েছেন ইশান কিষান। ইন্ট্রা স্কোয়াড ম্যাচে প্রথম ইনিংসে কিষান এবং অভিষেক ওপেনিং করেন। পাওয়ারপ্লেতে তারা বিধ্বংসী শুরু করলেও অভিষেক ৮ বলে ২৮ রান করে আউট হয়ে যান। অভিষেকের আউট হওয়ার পরে ইশান একাই দলের স্কোর বাড়াতে থাকেন এবং অর্ধশতক পূর্ণ তবে ৮তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে আউট হয়ে যান তিনি।
দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে কিষান আবারও দুর্দান্ত ব্যাটিং করেন। প্রথমে ২৩ বলে ৬৪ রানের পর দ্বিতীয় বার ব্যাট করতে নেমে করেছেন ৩০ বলে ৭৩। তার এমন ব্যাটিং এবারের আইপিএল শুরুর আগেই চলে এসেছে খবরের শিরোনামে।
গত আসরে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড বেশ কয়েকটি রেকর্ড গড়েছিলেন, এবং এবারও এই জুটি ওপেনিংয়ে থাকবে। নতুন শক্তি হিসেবে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন ইশান কিষান। এই ব্যাটার তিন নম্বরে ব্যাট করতে পারেন। তার পরে হেনরিখ ক্লাসেন, অভিনব মনোহর ও নীতীশ কুমার রেড্ডির মতো ব্যাটসম্যানরা ব্যাটিং অর্ডারে থাকবেন।
আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের অভিযান শুরু করবে ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২৩ মার্চ (রবিবার) তারা প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।