বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:২১:৫৯

অবশেষে সুসংবাদ পেলেন সাকিব আল হাসান

অবশেষে সুসংবাদ পেলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : অবশেষে সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। তাকে অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। যেকোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে বাধা নেই এই অলরাউন্ডারের। 

গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম‍্যাচে বোলিং অ‍্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়।

এরপর লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। পরে চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষায় একই ফল আসে। এবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে ফিরে পরীক্ষা দিয়ে সুসংবাদ শুনলেন তিনি।

লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন গতকাল। তার বোলিং ‌অ‍্যাকশন এখন বৈধ। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে