স্পোর্টস ডেস্ক : ঈদের ছুটি শেষে রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এবারের টুর্নামেন্টের শুরুতে মোহামেডানের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক টাইগার অধিনায়ক ছিটকে যাওয়ায় দলটির নেতৃত্বে এসেছে পরিবর্তন। তামিমের পরিবর্তে ডিপিএলের অবশিষ্ট ম্যাচগুলোতে মোহামেডানের অধিনায়কত্ব সামলাবেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভবিষ্যৎ মনে করা হয় হৃদয়কে। তবে বিপিএল কিংবা জাতীয় দলের মতো বড় মঞ্চে অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই এই তরুণ ব্যাটারের। তবে ধারণা করা হচ্ছে, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলের অধিনায়কত্ব পালন করে ভবিষ্যতের জন্য অনেকটাই প্রস্তুত হয়ে উঠতে পারবেন এই তরুণ তারকা।
অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর আজ (৫ এপ্রিল) প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন হৃদয়। সেখানে অধিনায়ক হওয়ার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তরুণ এই ক্রিকেটার।
হৃদয় বলেন, ‘চ্যালেঞ্জ সব সেক্টরে আছে আপনার প্রফেশনে আছে, আমার প্রফেশনেও আছে। তো চেষ্টা করব আমি এটা এনজয় করার জন্য। এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য।’
তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের ছিটকে যাওয়া মোহামেডানের জন্য অনেক বড় ধাক্কা। সেই ধাক্কার পরে দলকে সামলানোর প্রসঙ্গে হৃদয় বলেন, ‘প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বিগ বাজেটের দল, এখনো বিগ বাজেটের দল আছে।’
তিনি আরও বলেন, ‘হয়তো দুই একটা খেলোয়াড় অন-অফ আছে। জাতীয় দলের খেলা রয়েছে আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে তাদের জন্য একটা পজিটিভ সাইন হবে এটা। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করব তারা যখনই যে অবস্থায় সুযোগ আসবে, তারা জন্য কাজে লাগাতে পারে সুযোগটা।’