শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:২০:৫০

ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এই ক্রিকেটারকে

ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এই ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ব্যাট করতে নেমে ফিল্ডারের ছোড়া বলে আহত হন ইমাম-উল-হক। বল হেলমেটের ভেতর দিয়ে ঢুকে আঘাত করে তার চোয়ালে। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। অস্বস্তি অনুভব করায় অ্যাম্বুল্যান্সের করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার (৫ এপ্রিল) নিউজিল্যান্ডের দেয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই ঘটে অপ্রত্যাশিত ঘটনাটি। জ্যাকব ডাফির বলে টোকা দিয়ে এক রান নেয়ার জন্য দৌড়ান ইমাম। তার ডাকে সাড়া দেন পাকিস্তানের অন্য ওপেনার আবদুল্লাহ শফিকও। নিউজিল্যান্ডের এক ফিল্ডার দ্রুত বল তুলে নেন। পিচের নন স্ট্রাইকিং প্রান্তের উইকেট ভাঙার জন্য বল ছোড়েন। তিনি চেয়েছিলেন ইমামকে রান আউট করতে। ইমাম অবশ্য ২২ গজের অপর প্রান্তে পৌঁছেও গিয়েছিলেন।

কিন্তু ওই ফ্লিল্ডারের বল সরাসরি লাগে ইমামের হেলমেটে। বলের গতি এতটাই ছিল যে, সেটি হেলমেটের সামনের গ্রিল দিয়ে ভিতরে ঢুকে যায়। আঘাত পেয়ে ইমামের হাত থেকে ব্যাট পড়ে যায়। দৌড়াতে দৌড়াতেই হেলমেট খুলে ফেলার চেষ্টা করেন ইমাম। হেলমেট খুলে গালে হাত দিয়ে মাটিতে বসে পড়েন তিনি। সে সময় ইমামের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। মাঠে তাকে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। অস্বস্তি অনুভব করায় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

এরপর অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয় পাকিস্তানের ওপেনারকে। কনকাশন সাব হিসাবে ব্যাট করতে নামেন উসমান খান। ইমামের চোট কতটা গুরুতর সে ব্যাপারে কিছু জানানো হয়নি পাকিস্তান দলের পক্ষ থেকে। দলের একজন মুখপাত্র শুধু জানিয়েছেন, হাসপাতালে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেয়া হয়েছে।

এদিকে ৭ বলে ১ রান করে ইমামের রিটায়ার্ড হার্ট হওয়ার দিনে ৪৩ রানে হেরেছে পাকিস্তান। তাতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল। এর আগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে