রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ০২:৩৬:২৬

যা ঘটলো আইপিএলে এই প্রথম!

যা ঘটলো আইপিএলে এই প্রথম!

স্পোর্টস ডেস্ক : বেশি দিন আগের কথা নয়, গত ২৩ মার্চ রাজস্থান রয়্যালসের জফরা আর্চার ৪ ওভারে ৭৬ রান খরচ করেছিলেন, যা আইপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার নজির। ঘটনাটি ঘটেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে। আর্চারের সেই রেকর্ডে একটুর জন্য ভাগ বসাতে পারেননি মোহাম্মদ শামি।

আর্চার যে ক্লাবের বিপক্ষে ৭৬ রান খরচ করেছিলেন, শামি সেই দলেরই বোলার। গতকাল তাকে তুলাধুনা করেছে পাঞ্জাব কিংস। আর্চারের লজ্জায় ভাগ বসানো না হলেও ভারতীয় হিসেবে আইপিএলে সর্বোচ্চ রান খরচের নজির দেখিয়েছেন তিনি। তার ২৪ বলে পাঞ্জাব নিয়েছে ৭৫ রান।

ভারতীয় হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের লজ্জার রেকর্ডটি এতদিন মোহিত শর্মার দখলে ছিল। গত বছর গুজরাটের হয়ে দিল্লির বিপক্ষে ৭৩ রান দিয়েছিলেন তিনি। আর্চার ৭৬ রান দিয়ে তার রেকর্ড ভাঙেন। এবার ভারতীয় হিসাবে ভাঙলেন শামি।

বল হাতে শামির বাজে দিনে ২৪৫ রান তুলে পাঞ্জাব। তবে শেষ হাসিটা শামি হাসতে পেরেছেন। তার দল লক্ষ্য তাড়া করেছে ৮ উইকেট ও ৯ বল হাতে রেখে। এর মূল কৃতিত্বটা অভিষেক শর্মার। এবারের আসরের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচেও ব্যর্থ হওয়া শর্মা কাল মাত্র ৫৫ বলে ১৪১ রান করেছেন।

বিধ্বংসী ইনিংসে বাউন্ডারির ফুলঝুরি থাকবে, সেটাই স্বাভাবিক, ১৪ চার ও ১০ ছয়ের মারে ইনিংস সাজান তিনি। আইপিএলে এটা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড, যা এতদিন লোকেশ রাহুলের দখলে ছিল। ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬৯ বলে ১৩২ রান করেছিলেন তিনি।

অভিষেক ৩৭ বলে ৬৬ রান করা ট্রাভিস হেডের ও কিছুক্ষণের জন্য হেইনরিখ ক্লাসেনের সঙ্গ পান। ক্লাসেন শেষ পর্যন্ত ১৪ বলে ২১ রান করেন, ইশান কিশানের ব্যাট থেকে আসে ৯।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে