মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ০৯:২২:৫০

কোন কোন চ্যানেল আজ কী কী খেলা দেখাবে, এক নজরে দেখে নিন

কোন কোন চ্যানেল আজ কী কী খেলা দেখাবে, এক নজরে দেখে নিন

স্পোর্টস ডেস্ক : প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। 

কোথায় কী খেলা আছে সেই খোঁজাখুঁজি থেকে আপনি বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।

কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কী কী খেলা দেখাবে, তা এক নজরে দেখে নিন।

মেয়েদের বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ–স্কটল্যান্ড
বিকেল ৩টা, আইসিসি ডট টিভি ও স্পোর্টজেডএক্স অ্যাপ

ফেডারেশন কাপ
বসুন্ধরা কিংস–রহমতগঞ্জ
দুপুর ২টা ৪৫ মিনিট, টি স্পোর্টস

আইপিএল
পাঞ্জাব কিংস–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল
করাচি কিংস–লাহোর কালান্দার্স
রাত ৯টা, নাগরিক টিভি, পিটিভি স্পোর্টস ও সনি স্পোর্টস টেন ৫

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বরুসিয়া ডর্টমুন্ড–বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

অ্যাস্টন ভিলা–পিএসজি
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে