স্পোর্টস ডেস্ক : ৩০০ কোটি রুপির মোটা অঙ্কের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে আট বছরের চুক্তি শেষ হলে নতুন করে আর চুক্তি বাড়াতে চান না কোহলি।
মূলত নিজের ব্র্যান্ড ওয়ান এইটের পরিধি বাড়াতেই পুমার মতো এত বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহ দেখান নি কোহলি। এমন খবর প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।
বিশ্বের সব তারকা অ্যাথলিটদের সঙ্গে জনপ্রিয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন সব সময় নজর কাড়ে সবার। নাইকি, অ্যাডিডাস, পুমা, রিবকসহ নামিদামি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তারকাদের চুক্তিও হয় মোটা অঙ্কের অর্থে। মোটা অঙ্কের বিনিময়ে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ থাকেন ক্রিকেট ফুটবলসহ নানা ডিসিপ্লিনের তারকা অ্যাথলিটরা।
সেই ধারায় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে দীর্ঘদিনের চুক্তি ছিলো ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির। পুমার সঙ্গে দীর্ঘ আট বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলেন তিনি। ২০১৭ তে জনপ্রিয় স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পুমার সঙ্গে তার চুক্তি হয় ১১০ কোটি রুপিতে। প্রতিষ্ঠানটির সঙ্গে ইতোমধ্যেই শেষ হয়েছে সেই চুক্তি। আগের মেয়াদের চুক্তি শেষ হওয়ার পর এবার নতুন করে চুক্তি নবায়ন করতে মুখিয়ে পুমা। তবে সেই প্রস্তাবকে ফিরিয়ে দিলেন বিরাট কোহলি।
আগের চেয়ে তিন গুন বেশি অর্থে কোহলির সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহ প্রকাশ করলেও, সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোহলি। ৩০০ কোটি রুপির সে অফার কোহলির ফিরিয়ে দেয়ার কারণ হিসেবে তিনি জানান, আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ওয়ান এইটের পরিধি বাড়াতে কাজ করে যেতে চান বিরাট। এমন খবর প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।
মূলত, কোহলি এবার অ্যাজিলিটাসের সঙ্গে যুক্ত হতে চলেছেন। পুমা'র ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি ২০২৩ এ এই সংস্থা তৈরি করেন। ভারত ও বিদেশে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে প্রতিষ্ঠানটি। আর কোহলি এখন অ্যাজিলিটাসের সঙ্গে নিজের ব্র্যান্ড ওয়ান এইটের সংযুক্তিতে কাজ করছেন। যে কারণে নতুন করে আর পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহ দেখাননি বিরাট কোহলি।