স্পোর্টস ডেস্ক : খেলার মাঠে আম্পায়ার কিংবা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে প্রয়োজনীয় আলাপচারিতা কিংবা গণমাধ্যমকে সামলানো, আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কদের ইংরেজি জানাটা দরকারি বলেই মনে করা হয়।
কিন্তু ঠিক এই স্কিলেই পিছিয়ে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সংবাদ সম্মেলনে তার ইংরেজি কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই হাস্যরস করতে দেখা যায় ক্রিকেটপ্রেমীদের। সম্প্রতি রিজওয়ান তার ইংরেজি স্কিল নিয়ে ক্রিকেট সমর্থকদের এসব হাস্যরসের জবাব দিয়েছেন।
পাকিস্তানের ধারাবাহিক ব্যর্থতার কারণে অধিনায়কত্ব পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই ওয়ানডে সিরিজ হারিয়ে চমক দেখালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিজওয়ানের নেতৃত্বে ব্যর্থ হয়েছে পাকিস্তান। দিনকয়েক আগে দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছেও হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। মাঠের বাজে পারফরম্যান্সের দায়ে যেমন অধিনায়ক রিজওয়ান সমালোচিত হচ্ছেন, তেমনই ট্রলের স্বীকার হচ্ছেন তার ইংরেজি স্কিলের জন্যও।
গতকাল শনিবার (১২ এপ্রিল) পিএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল রিজওয়ানের দল মুলতান সুলতান্স। করাচি কিংসের বিপক্ষে এই ম্যাচে মাত্র ৬৩ বলে ৯ চার ও ৫ ছয়ে ১০৫ রানের দারুণ ইনিংস খেলেছেন রিজওয়ান। তবে তার সেই সেঞ্চুরি ম্লান হয়ে গেছে করাচির জেমস ভিন্সের বিস্ফোরক সেঞ্চুরির কারণে। তার ৪৩ বলের সেঞ্চুরিতে ভর করে করাচি টপকে গেছে মুলতানের দেয়া ২৩৫ রানের লক্ষ্য।
এই ম্যাচের আগে রিজওয়ান জবাব দিয়েছেন তার ইংরেজি স্কিল নিয়ে সমর্থকদের করা ট্রলেরও। তিনি বলেন, 'আমি এসব পাত্তা দেই না। আমি একটা জিনিস নিয়ে গর্বিত, সেটা হচ্ছে আমি যা বলি, আমার হৃদয়ের কথাই বলি। আমি ইংরেজি জানি না। আমার একটাই আক্ষেপ যে আমি পর্যাপ্ত পড়াশোনার সুযোগ পাইনি, কিন্তু পাকিস্তানের অধিনায়ক হওয়া সত্বেও ইংরেজি বলতে না পারা নিয়ে আমি এক শতাংশও লজ্জিত নই।'
এর আগে বিভিন্ন সময়ে কয়েকটি মূলধারার সংবাদমাধ্যম রিজওয়ানকে উর্দুতে কথা বলার আহ্বান জানিয়েছিল। সেই মন্তব্যগুলোর জবাবে রিজওয়ান বলেছিলেন যে, তিনি তার পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি।
রিজওয়ান বলেন, 'আমার কাছে চাওয়া ক্রিকেট, ইংরেজি নয়। আমার একটাই আক্ষেপ আমি পড়াশোনা শেষ করতে পারিনি, যে কারণে আমাকে ইংরেজি বলতে সংগ্রাম করতে হয়। আমি আমার জুনিয়রদের বলেছি তাদের পড়াশোনা শেষ করতে, যেন তারা ভালোভাবে ইংরেজি বলতে পারে।'
'এই মুহূর্তে আমার কাছে পাকিস্তানের চাওয়া ক্রিকেট। পাকিস্তান আমার কাছে ইংরেজি চায় না। যখন খেলা শেষ হবে, আমি ক্রিকেট ছেড়ে দেব এবং অধ্যাপক বনে যাব–কিন্তু আমার হাতে সময় নেই।'–রিজওয়ান যোগ করেন।