সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১২:০৬:৫৬

হঠাৎ কেন বিসিবির জরুরি বোর্ড সভা? আসল কারণ জানা গেল

হঠাৎ কেন বিসিবির জরুরি বোর্ড সভা? আসল কারণ জানা গেল

স্পোর্টস ডেস্ক : গেল কয়েকদিন বিভিন্ন ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হৃদয়ের নিষেধাজ্ঞাসহ ফারুক আহমেদকে নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেট পাড়ায়। এরই মাঝে রোববার (২৭ এপ্রিল) হঠাৎ করে জরুরি সভা ডাকে বিসিবি। এদিন বিকেলে অনলাইনে (জুম) সভা ডাকে ফারুক আহমেদের বোর্ড।

বিসিবির পরিচালকদের উপস্থিতিতে অনলাইনে সভাটি অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনার কারণ জানায় বিসিবি। বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ আজ ভার্চুয়ালি বৈঠকে বসে ২০২৩–২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে আলোচনা করে।'

'প্রতিবেদন নিয়ে বিস্তৃত আলোচনা শেষে বৈঠক স্থগিত করা হয়। নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা এবং বাজেট কৌশল নিয়ে আলোচনা পরিচালনা পর্ষদের আগামী ২৯ এপ্রিল নির্ধারিত সভা আবারও চলবে।'

উল্লেখ্য, এর আগে ২৪ মার্চ বিসিবির সভায় বসার কথা ছিল। কিন্তু সেদিন তামিম ইকবাল ডিপিএলে ম্যাচ খেলার মাঝে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সভা স্থগিত করে সেখানে চলে যান বোর্ড পরিচালকরা। সেই সভা হতো ফারুক আহমেদের বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৯তম সভা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে