মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:৫৪:০৯

আইপিএলের ইতিহাসে সাক্ষী থাকল পুরো ক্রিকেট বিশ্ব

আইপিএলের ইতিহাসে সাক্ষী থাকল পুরো ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে সাক্ষী থাকল পুরো ক্রিকেট বিশ্ব। সোমবার (২৮ এপ্রিল) প্লে-অফে টিকে থাকার জন্য জয়ের বিকল্প ছিল না রাজস্থান রয়্যালসের সামনে। 

গুজরাট টাইটানসের দেওয়া ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে বের হলো এক দানবীয় ইনিংস! এদিন চলমান আইপিএলে মাত্র ৩৫ বল খেলে সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। সেই সাথে এই কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটার।

১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল খেলতে নেমে আগেই রেকর্ড করেছিলেন বৈভব। এখন পর্যন্ত টুর্নামেন্টের সব চেয়ে কম বয়সের ক্রিকেটার তিনি। এদিন প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান করে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে বৈভবের শতক এবং জয়সওয়ালের ৪০ বলে ৭০ রানের ওপর ভর করে ৮ উইকেট ও ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজস্থান।

এদিন সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সব থেকে কম বল খেলে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হয়ে গেলেন বৈভব। সব মিলিয়ে কম বল খেলে শতরান করা ব্যাটার ক্রিস গেইল। ক্যারিবিয়ান দানব মাত্র ৩০ বল খেলে সেঞ্চুরি করেন। সোমবার (২৮ এপ্রিল) ৩৫ বল খেলে ১০০ রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নাম লিখলেন বৈভব।

এর আগে, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারে প্রথম ম্যাচ খেলেন বৈভব। হাফ সেঞ্চুরি করে সেই ম্যাচেই রেকর্ড করতে পারতেন তিনি। কিন্তু অল্পের জন্য তা করতে পারেননি বৈভব। সেদিন ২০ বল খেলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। হাফ-সেঞ্চুরি না হওয়ার কারণে মাঠেই কেঁদে ফেলেছিলেন তিনি। এদিন ম্যাচে গুজরাটের বোলারদের তুলোধুনো করেছেন বৈভব। তাকে প্রথম থেকে যোগ্য সঙ্গ দেন যশস্বী জয়সওয়াল।

উল্লেখ্য, ২০২৪ সালের আইপিএল নিলামে ১.১০ কোটি টাকায় বৈভবকে দলে নেয় রাজস্থান রয়্যালস। নাগপুরে রাজস্থানের হাই-পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণের সময়েই তার প্রতিভা দলের নির্বাচকদের নজরে আসে। এর আগে, মাত্র ১৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫৮ বল খেলে সেঞ্চুরি করেন বৈভব। সেই ইনিংস তাকে কনিষ্ঠতম যুব ক্রিকেট সেঞ্চুরিয়ান হিসেবে পরিচিতি দেয়। এরপর ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের হয়ে ১৭৬ রান করেন বৈভব সূর্যবংশী। এছাড়াও একটি অপরাজিত ৩৩২ রানের ট্রিপল সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে