রবিবার, ০৪ মে, ২০২৫, ০৪:৩৬:২১

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস

 টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। এবার স্থায়ীভাবে সেই দায়িত্ব পেয়েছেন লিটন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে তার কাঁধেই থাকছে নেতৃত্বভার।

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর এই ফরম্যাটের অধিনায়কত্ব নিয়ে অনেকদিন ধরেই স্থায়ী সমাধান খুঁজছিল বিসিবি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটন দাসকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক করে সাফল্য এসেছিল। স্থায়ীভাবেই এবার তার ওপরই ভরসা রাখল বোর্ড।   

 লিটন দাসকে অধিনায়ক করে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:  লিটন (অধিনায়ক), শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানজিদ, পারভেজ ইমন, সৌম্য, শান্ত, হৃদয়, শামীম, জাকের আলী, রিশাদ, শেখ মেহেদী, তানভীর, মুস্তারিজ, হাসান মাহমুদ, তানজিম সাকব, নাহিদ, শরিফুল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে