স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে আইপিএলের নজর কাড়ছেন আফগানিস্তানের একের পর এক ক্রিকেটার। রশিদ-নবীদের পথ ধরে এবার ডাক পেলেন সেদিকউল্লাহ আতল।
বুধবার (৭ মে) ২৩ বছর বয়সী এ ব্যাটারকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। মূলত ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুকের স্থলাভিষিক্ত হিসেবে তাকে তার ভিত্তি মূল্য ১ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন হ্যারি ব্রুক। তাতে সুযোগটা পেয়ে গেলেন সেদিকউল্লাহ।
এত এত তারকার ভিড়ে তরুণ এ ব্যাটারকে এমনি এমনি দলে টানেনি দিল্লি। গত ৬ মাসের মধ্যে আফগানিস্তানের হয়ে তিন ফরম্যাটে সুযোগ পাওয়া সেদিকউল্লাহ ইতোমধ্যে নিজের প্রতিভার জানান দিয়েছেন। ক্যারিয়ারে ৪৯ টি-টোয়েন্টি খেলে ৩৪.২৫ গড়ে করেছেন ১৫০৭ রান। যেখানে ফিফটির ইনিংস আছে ১৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৫ রানে অপরাজিত।
এবারের আইপিএলে এ নিয়ে আফগানিস্তানের অষ্টম খেলোয়াড় হিসেবে জায়গা করে নিলেন সেদিকউল্লাহ। ইতোমধ্যে গুজরাট টাইটান্সের হয়ে রশিদ খান ও করিম জানাত, চেন্নাই সুপার কিংসের হয়ে নুর আহমেদ, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মুজিব উর রহমান, পাঞ্জাব কিংসের হয়ে আজমতউল্লাহ ওমরজাই, কলকাতা নাইট রাইডার্সের হয়ে রহমানউল্লাহ গুরবাজ আর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মাতাচ্ছেন ফজলহক ফারুকী।