রবিবার, ১১ মে, ২০২৫, ০৭:৪২:৩৩

এবার ‘শাটডাউন’ পাকিস্তান ক্রিকেটে!

এবার ‘শাটডাউন’ পাকিস্তান ক্রিকেটে!

স্পোর্টস ডেস্ক : পিএসএল বন্ধ হয়েছিল আগেই। সংযুক্ত আরব আমিরাতে বাকি থাকা ৮ ম্যাচের জন্য প্রচেষ্টা চালিয়েছিল তারা। যদিও সেটা কাজে লাগেনি। এরপর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় সীমান্তে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে এই টুর্নামেন্ট। তবে পাকিস্তান ক্রিকেটে ধাক্কা যেন এখানেই শেষ হচ্ছে না। 

পিএসএল বন্ধের পরে এবার আরও তিন ঘরোয়া ক্রিকেটের আসর বন্ধ করল পাকিস্তান। চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট, আন্ত-জেলা চ্যালেঞ্জ কাপ এবং আন্তঃজেলা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। পিসিবি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ এই তিন টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এই তিন টুর্নামেন্ট আবার চালু করা হবে, আর খুব দ্রুতই টুর্নামেন্টের বাকি অংশের সূচিও প্রকাশ করা হবে। তবে সেটা ঠিক কবে থেকে এই আভাস এখন পর্যন্ত দেয়া হয়নি। 

ভারত এবং পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে দুই দেশের ক্রিকেটেই নেমে এসেছে স্থবিরতা। ভারতে আইপিএল এবং পাকিস্তানে পিএসএলের আসর বন্ধ করা হয়েছিল। ভারত যদিও শুক্রবার থেকেই আইপিএল ফের মাঠে নামাতে আগ্রহী। এমনকি মঙলবারের মাঝেই সব বিদেশী ক্রিকেটারদের ফিরিয়ে আনার কথাও সামনে এসেছে সেই দেশের গণমাধ্যমের সূত্রে। 

অন্যদিকে পাকিস্তানে এখন পর্যন্ত অবস্থার উন্নতি হয়নি। পিএসএল-সহ মোট ৪ টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। চলতি মাসের শেষদিকে বাংলাদেশ জাতীয় দলের সফরের কথা ছিল। সেটাও এখন অনিশ্চয়তার মুখে। পিসিবি জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরবর্তী নির্দেশনার পরেই ফের পিএসএল বা অন্যান্য খেলা মাঠে গড়াবে। 

প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-টু টুর্নামেন্ট তিন দিনের প্রথম শ্রেণি ম্যাচের এক আসর। যা শুরু হয়েছিল এপ্রিলের মাঝামাঝি। তা চলার কথা ছিল মে মাসের শেষ সপ্তাহে। বাকি দুই টুর্নামেন্ট পুরো মে মাস জুড়েই মাঠে থাকার কথা ছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে