মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ০৯:৫০:১১

৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল

৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তার পর ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম ঘোষণা করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। লা লিগায় রিয়ালের মৌসুমের শেষ ম্যাচের পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটে যোগ দেবেন এই ইতালিয়ান ট্যাকটিশিয়ান। 

৬৫ বছর বয়সী কিংবদন্তি কোচের অধীনেই ২০২৬ বিশ্বকাপে হেক্সার মিশনে নামবে সেলেসাওরা। অবশ্য ব্রাজিলের ২৪ বছরের খরা কাটাতে এরই মধ্যে পরিকল্পনা সাজানো শুরু করে দিয়েছেন এই ৬৫ বছর বয়সী কিংবদন্তি কোচ।

ক্লাব ফুটবলের সর্বজয়ী কোচ। ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র কোচ হিসেবে পাঁচবার শিরোপা জেতানোর রেকর্ড তার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রতিটির শিরোপা জেতা একমাত্র কোচও তিনিই। শিরোপাখরা ঘুচাতে এমন হাইপ্রোফাইল কোচেরই শরণাপন্ন হয়েছে ব্রাজিল। নিজেদের ঐতিহ্যকে পাশ কাটিয়ে প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগ দিয়েছে। আনচেলত্তি ব্রাজিলের শিরোপাখরা ঘুচাতে পারবেন কি-না তা সময়ই বলবে। তবে তিনি যে আটঘাট বেঁধে নামছেন তাতে সন্দেহ নেই।

আগামী ২৬ মে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে আনচেলত্তিকে সমর্থকদের সামনে উপস্থাপন করতে পারে। এরপর জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে তার মিশন শুরু হবে।  তবে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে পাওয়ার আগেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো ইস্পোর্তে জানিয়েছে, ব্রাজিলের স্কোয়াডের সম্ভাব্য সদস্যদের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন এই ইতালিয়ান কোচ। বাকিদের প্রতিভা সম্পর্কেও আলোচনা করেছেন তিনি।

ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে ভিডিওকলে কথা বলেছেন আনচেলত্তি। এ সময় তিনি এই ৩৩ বছর বয়সীর সাম্প্রতিক ইনজুরি নিয়ে আলোচনা করেছেন এই ইতালিয়ান কোচ। চলতি বছর আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়া নেইমার যে ২০২৬ বিশ্বকাপ মিশনে আনচেলত্তির দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

গ্লোবো'র দাবি অনুযায়ী, আনচেলত্তির ব্রাজিলে আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছেন ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার ২০২৩ এর পর আর জাতীয় দলে জায়গা পাননি। রিয়াল মাদ্রিদে খেলাকালীন আনচেলত্তির দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। জুনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত শীতে ধারে রিয়াল বেতিসে যোগ দেয়ার পর থেকেই ফর্মের তুঙ্গে আছেন অ্যান্টনি। তার খোঁজখবরই নিয়েছেন আনচেলত্তি। এই ইতালিয়ান তাকে আগামী মাসের ফিক্সশ্চারে দলে ডাকতে পারেন।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। আগামী ৬ জুন বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। এরপর ১১ জুন ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। কনমেবল অঞ্চল থেকে মোট ৬টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। সপ্তম স্থানে থাকা দলটিকে খেলতে হবে মহাদেশীয় প্লে-অফ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে