মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ০৮:১৭:২১

আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য: মিরাজ

আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য: মিরাজ

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে নতুন বোলিং কোচ হিসেবে শন টেইটের নাম ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসের শেষের দিকেই টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে যোগ দেবেন সাবেক এই অজি স্পিডস্টার। এর আগে বিপিএলে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এবার বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে কাজ করবেন এক সময়ের সাড়া জাগানো এই ফাস্ট বোলার।

বেশ কিছুদিন থেকেই গুজন শোনা যাচ্ছিল যে, বাংলাদেশের বোলিং কোচ হতে পারেন টেইট। অবশেষে গতকাল সত্যতা জানা গেছে। আন্দ্রে অ্যাডামসের বিদায়ের ঘোষণার পরপরই টেইটের কাঁধে দায়িত্ব সঁপা হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করবেন তিনি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফাস্ট বোলাররা বেশ ভালো করছেন। নাহিদ রানার মতো গতিময় বোলারের উত্থানও ঘটেছে। অতীতে বেশ কয়েকবার বিপিএলে কাজ করায় বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে ভালো ধারনাও আছে এই অজির। সাবেক স্পিডস্টারের নিয়োগ ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের ক্রিকেট সমর্থকরা। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা কী ভাবছেন?

মঙ্গলবার (১৩ মে)  মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অতীতে বিপিএলে টেইটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আছে এই অলরাউন্ডারের। ফলে স্বাভাবিকভাবেই টেইট প্রসঙ্গে প্রশ্ন আসে। জবাবে মিরাজ বলেন, 'দেখেন, শন টেইটের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম। আমি যে বার বিপিএলে অধিনায়ক ছিলাম চিটাগংয়ের সেবার শন টেইট কিন্তু কোচ ছিল। তো আমার কাছে মনে হয় ওর সাথে বোঝাপড়াটা খুব ভালো ছিল। একজন মানুষ হিসেবে ও (শন টেইট) অনেক ভালো। অনেক দয়ালু এবং সাহায্যকারী।'

টেইটের মতো মানসিকতার কোচ দলের জন্য ভালো হবে বলে অভিমত মিরাজের, 'আমার মনে হয় এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে। এবং ও নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে। ও জানে এখানে কি করতে হবে। আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য যে ওকে বেছে নেওয়া হয়েছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে