মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ১২:৪৩:১৯

‘তামিম ভাইয়ের খেলা ফলো করতাম অনেক ছোটবেলা থেকে’

‘তামিম ভাইয়ের খেলা ফলো করতাম অনেক ছোটবেলা থেকে’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে দলের নতুন মুখ পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ দিয়েই শুরু হয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। অভিষেক ম্যাচটা প্রত্যাশিত হয়নি, তবে দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন ৬৯ রানের দৃঢ় ইনিংস খেলে। আগামীর ওপেনিং জুটি নিয়ে যখন প্রশ্ন, তখন ইমনের নামটাই সামনে উঠে আসছে আস্থার প্রতীক হয়ে।

পাল্লেকেল্লেতে তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন এই তরুণ ওপেনার। নিজের ব্যাটিং ভাবনা, আইডল, দলের পারফরম্যান্স—সব নিয়েই খোলামেলা কথা বলেন ইমন।

শেষ ম্যাচে কী পরিকল্পনা ছিল জানতে চাইলে ইমন বলেন,‘চেষ্টা করি পরিস্থিতি বুঝে খেলতে। নিজের স্বাভাবিক খেলার মধ্যেই থাকতে চাই, সেটাই মূল লক্ষ্য।’ আর সেটাই যেন দেখা গেছে তার দ্বিতীয় ম্যাচের ব্যাটিংয়ে—দ্রুত উইকেট পড়ার পরও দায়িত্ব নিয়ে খেলেছেন, ছন্দ হারাননি।

ইমনের ক্রিকেট যাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তামিম ইকবাল। ‘তামিম ভাইয়ের খেলা ফলো করতাম অনেক ছোটবেলা থেকে। উনার স্টাইল, ব্যাকফুটে খেলা—সবই চেষ্টা করতাম শিখতে,’—বললেন ইমন। তবে এখনকার প্রিয় ব্যাটসম্যানদের তালিকায় উঠে এসেছে নতুন নাম, ‘বিরাট কোহলির ক্যারিয়ারের শেষদিকে এসে ট্রাভিস হেডকে বেশি ভালো লাগছে। ওর অ্যাটাকিং অ্যাপ্রোচ অনেক অনুপ্রেরণাদায়ক।’

বাংলাদেশের স্পিন আক্রমণ এই সিরিজে দারুণ কার্যকর প্রমাণিত হচ্ছে। ‘গত ম্যাচে মিরাজ ভাই, শামীম ভাই, তানভীর ভাই দুর্দান্ত করেছে। এটা দলের জন্য বড় ইতিবাচক দিক,’ বললেন ইমন। নিজে হাসারাঙ্গার কাছে খুব একটা চাপে পড়েননি বলেও জানান তিনি, ‘ভালো বোলার ও, কিন্তু খুব বেশি টাফ টাইম দেয়নি। আমি যে বলে আউট হয়েছি, ওটা আসলে লাইনটা মিস করেছি।’

রিশাদ হোসেনকে নিয়েও আশাবাদী ইমন, ‘ওর ট্যালেন্ট অনেক। সুযোগ পেলে ইনশাআল্লাহ সেরাটা দেবে।’

তৃতীয় ওয়ানডের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা নিয়ে ভাবতে নারাজ ইমন, ‘এখনও কিছু জানি না। আমরা স্বাভাবিক ম্যাচের জন্যই প্রস্তুত।’

তামিম ইকবালের ছায়ায় বেড়ে ওঠা, ট্রাভিস হেডের আগ্রাসনে অনুপ্রাণিত এক ইমন এখন বাংলাদেশ দলের ভবিষ্যতের অন্যতম ভরসা হয়ে উঠতে চলেছেন। দায়িত্বশীলতা, পরিণত চিন্তা আর স্থির ব্যাটিং—সব মিলিয়ে জাতীয় দলের ওপেনিংয়ে যেন এক নতুন শুরু লিখতে চাইছেন পারভেজ হোসেন ইমন। সময় বলবে, এই শুরু কতোটা দীর্ঘস্থায়ী হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে