স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হলো সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচ জিতে লঙ্কায় প্রথম ওয়ানডে সিরিজে জিতবে মিরাজ বাহিনী।
তাই মঙ্গলবার (৮ জুলাই) সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের পরিসংখ্যান বলছে, প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর মাত্র একবার তিন ম্যাচের সিরিজ জিতেছে টাইগাররা। সেটি ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাই এবার কি করে শান্ত-মিরাজরা সেটাই দেখার বিষয়।
এদিকে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া ২৭ বছর পার হতে চললেও শ্রীলঙ্কার মাটিতে এখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ২০১৩ এবং ২০১৭ সালে দুবার লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করতে পেরেছিল টাইগাররা। ওই দুই সিরিজের দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
সবশেষ ২০১৯ সালে লঙ্কায় দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঐ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবার হোয়াইটওয়াশ নিয়ে চিন্তা নেই বাংলাদেশের। সেই সঙ্গে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে টাইগারদের।
শ্রীলঙ্কায় বিপক্ষে শেষ দুই সিরিজ থেকে অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ। ঘরের মাঠে ২০২১ এবং ২০২৪ সালে তিন ম্যাচের ঐ দুই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে বাংলাদেশ ২টি এবং শ্রীলঙ্কা ৬টি সিরিজ জিতেছে। দুই সিরিজ ড্র হয়।
এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৫৯ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
তবে এবার সিরিজে চোখ রেখেই মাঠে নামবে বাংলাদেশ। পরিসংখ্যান পক্ষে না থাকলেও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মিরাজ। কারণ প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর, দ্বিতীয় ওয়ানডের জয় টাইগারদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।