স্পোর্টস ডেস্ক : সান্তোসে ফিরে আসার গল্পটা কি তবে শেষ পর্যন্ত হতাশার কালিতে লেখা হবে? নিজের শৈশবের ক্লাবকে পুনরায় গৌরবের পথে ফেরানোর প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু বর্তমানে তার ফেরা যেন রূপ নিয়েছে এক বিভ্রান্তিকর অধ্যায়ে। যেখানে ইনজুরি, নিষেধাজ্ঞা, ফর্মহীনতা আর বিতর্ক ঘুরেফিরে হাজির।
২৩ জুলাই রাতে ব্রাজিলিয়ান সিরি’আ লিগে ইন্টারনাসিওনালের বিপক্ষে ২–১ গোলে হারে সান্তোস। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন নেইমার, ম্যাচ শেষে এক দর্শকের সঙ্গে মুখোমুখি বাকবিতণ্ডায় জড়িয়ে।
ম্যাচের শেষদিকে সান্তোস যখন ২–০ গোলে পিছিয়ে, তখন যোগ করা সময়ে আলভারো মার্টিন বাররিয়ালের একটি গোল কিছুটা আশার আলো জাগায়। এরপর ৯৩তম মিনিটে বাঁ পায়ে দুর্দান্ত এক শট নেন নেইমার, যা সরাসরি জালে প্রবেশ করে বলে উদযাপন শুরু করেন তিনি। গ্যালারির সামনে দাঁড়িয়ে হাত উঁচিয়ে উল্লাস করেন, যেন নিজের ফিরে আসার ঘোষণা দিচ্ছিলেন।
কিন্তু বাস্তব ছিল ভিন্ন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে গোল বাতিল হয়ে যায়। কারণ, বলটি সম্পূর্ণরূপে গোললাইন অতিক্রম করেনি। মুহূর্তেই বদলে যায় আবহ। গ্যালারিতে ধেয়ে আসে দুয়ো আর চিৎকার।
উত্তেজনার পারদ চড়ায় নেইমারও। ম্যাচ শেষের বাঁশি বাজতেই এক দর্শকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, হাত নেড়ে ক্ষোভ প্রকাশ করছেন নেইমার। সতীর্থরা এসে তাকে থামান। পরে অবশ্য হাসিমুখে আঙুল তুলে শান্তির ভঙ্গিও করতে দেখা যায় তাকে।
এই ঘটনাটি কেবল একটি সন্ধ্যার ঝড় নয়, বরং চলমান এক হতাশার প্রতীক। চলতি মৌসুমে চোটে ভোগা, মাংসপেশির ইনজুরি, লাল কার্ড, এমনকি করোনা সংক্রমণও যেন নেইমারের পথে বিছিয়ে দিয়েছে কাঁটা। তিনি মাঠে থেকেছেন কম, আলোচনায় থেকেছেন বেশি। তাও বিতর্কে।
আর সান্তোস? ঐতিহ্যবাহী ক্লাবটি এখন রয়েছে ব্রাজিলিয়ান লিগের অবনমন অঞ্চলের কিনারায়। টেবিলের ১৭তম স্থানে। ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে ক্লাবটিকে। সমর্থকরা নেইমারের ফেরা নিয়ে যে স্বপ্ন বুনেছিল, তা দিনে দিনে যেন ভেঙে পড়ছে বাস্তবতার ধাক্কায়।
একটি গোল বাতিল শুধু স্কোরলাইন বদলায় না, কখনও কখনও তা ফুটবলারের আত্মবিশ্বাস আর ক্লাবের ভবিষ্যতের দিকও ঘুরিয়ে দেয়। নেইমার সেই মোড়েই দাঁড়িয়ে। যেখানে প্রতিভা আর প্রত্যাশার মাঝখানে প্রশ্নচিহ্ন জ্বলজ্বল করছে।