স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। যদিও সফরকারী অরল্যান্ডোই ম্যাচে প্রথম লিড নিয়েছিল। এরপর মেসির জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি। এই জয় নিয়ে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি।
ইনজুরি কাটিয়ে ফিরেই আবারো আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা ফেরার ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে তুললেন লিগস কাপের ফাইনালে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর তেলাস্কো সেগোভিয়ার এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লোরিডার ক্লাবটি।
ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল মায়ামিরই। পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের উদ্দেশ্যে নেয় ১৪টি শট, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে অরল্যান্ডো নিয়েছিল ১১টি শট, যার মধ্যে ৪টি লক্ষ্যে ছিল।
তবু গোলের সূচনা করে সফরকারীরাই। প্রথমার্ধের যোগ করা সময়ে ১৮ গজ দূর থেকে মারকো পাসালিচের শটে এগিয়ে যায় অরল্যান্ডো। তবে দ্বিতীয়ার্ধে মায়ামি ম্যাচে ফেরে। ৭৭ মিনিটে তাদেও আলেন্দেকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অরল্যান্ডোর ডেভিড ব্রেকালো। ফলে স্পটকিকে ঠান্ডা মাথায় মেসি গোল করে সমতায় ফেরান মায়ামি।
৮৮ মিনিটে জর্দি আলবার সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর কোণাকুণি শটে দ্বিতীয়বার বল জালে জড়ান মেসি। অতিরিক্ত সময়ে সুয়ারেজের সঙ্গে দারুণ সমন্বয়ে মায়ামির তৃতীয় গোলটি করেন সেগোভিয়া।
৩-১ গোলের এই জয় শুধু লিগস কাপের ফাইনালের টিকিটই নয়, সাথে ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের জায়গাও নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আগামী ৩১ আগস্টের ফাইনালে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ হবে এলএ গ্যালাক্সি কিংবা সিয়েটল সাউন্ডার্স।