রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১২:৫৬:০৩

খেলা চলার মাঝেই প্রিয় দাদার মৃত্যুসংবাদ পেলেন রশিদ খান

 খেলা চলার মাঝেই প্রিয় দাদার মৃত্যুসংবাদ পেলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক : আর কিছুদিন পরই শুরু হবে এশিয়া কাপ। তার আগে রশিদ খানের পরিবারে দুঃসংবাদ। মারা গেছেন রশিদের দাদা হাজি আব্দুল হালিম শিনওয়ারি। এই দুঃখের সময়ে সতীর্থ ক্রিকেটারদের পাশাপাশি প্রতিপক্ষ ক্রিকেটারদেরও পাশে পেয়েছেন আফগানিস্তানের অধিনায়ক।

এশিয়া কাপের আগে শারজায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলছে আফগানিস্তান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্ট চলার মাঝেই দাদার মৃত্যুসংবাদ পেয়েছেন রশিদ। কিন্তু দল ছেড়ে ফেরেননি তিনি। খেলাকেই বেশি প্রাধান্য দিয়েছেন আফগান অধিনায়ক।

রশিদের দাদার মৃত্যুর কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আফগানিস্তানের কয়েক জন ক্রিকেটার। তারা তার দাদার আত্মার শান্তি কামনা করেছেন। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হোটেলে রশিদের সঙ্গে দেখা করছেন পাকিস্তানের ক্রিকেটাররা। রশিদকে জড়িয়ে ধরে কথা বলেছেন তারা।

এদিকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। জবাবে ১৪৩ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রশিদ। সেই ম্যাচের পরই হোটেলে গিয়ে রশিদকে সান্ত্বনা দেন পাক ক্রিকেটারেরা।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। সেখানে অবশ্য পাকিস্তান ও আমিরাতের সঙ্গে আফগানিস্তান এক গ্রুপে নেই। রশিদদের গ্রুপ রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। বলা যায় কঠিন গ্রুপ পেয়েছে আফগানিস্তান। সেই কারণেই আগে থেকে প্রস্তুতি শুরু করেছে দলটি। এরই মাঝে দাদার মৃত্যুর খবর পেয়েছেন রশিদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে