স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে কেইরন পোলার্ড ও আলেক্স হেলস একই দলের হয়ে খেলছেন। গতকাল বারবাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকে ঢুকেছিলেন পোলার্ড, ত্রিনবাগো নাইট রাইডার্স সতীর্থকে দ্রুতই অনুসরণ করেছেন হেলস।
রয়্যালসের বিপক্ষে ১৯ করার পর ঠিক ১৪ হাজার রান হয়েছিল পোলার্ডের। তাকে ধরার জন্য হেলসের দরকার ছিল ৫০ রান। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে আজ ইমরান তাহিরকে ছক্কা মেরে ১৪ হাজার রান পূর্ণ করার পাশাপাশি হেলস পোলার্ডকে ছাড়িয়েও যান। ৪৩ বলে শেষ পর্যন্ত ৭৪ রান করেন তিনি। ৫০৯ ম্যাচের ৫০৫ ইনিংসে ৩৬ বছর বয়সি ওপেনারের রান গিয়ে ঠেকেছে ১৪ হাজার ২৪-এ।
ওই ইনিংসেই পোলার্ড পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১২ রান করেন। ফরম্যাটটিতে ৭১৩ ম্যাচে তার রান এখন ১৪ হাজার ১২। এই দুজনের সামনেই টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক ও সর্বপ্রথম ১৪ হাজারের মাইলফলকে প্রবেশ করা ক্রিস গেইলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ৪৫৫ ইনিংসে গেইলের রান ১৪ হাজার ৫৬২।
হেলসের মাইফলকে পৌঁছার ম্যাচটি ৬ উইকেটে জিতেছে ত্রিনবাগো। শাই হোপের ৩৯, কুয়েন্টিন স্যাম্পসনের ২৫, ডোয়াইন প্রিটোরিয়াসের ২১, রোমারিও শেফার্ডের ১৯, হাসান খানের ১৭ ও বেন ম্যাকডারমটের ১৪ রানে ভর করে ৯ উইকেটে গায়ানা করেছিল ১৬৩ রান।
জবাবে ১৬ বল হাতে রেখেই ১৬৪ রানের লক্ষ্য পেরিয়ে যায় ত্রিনবাগো। হেলসের ৭৪ ও পোলার্ডের ১২ রানের পাশাপাশি কলিন মুনরো ৫২ ও আন্দ্রে রাসেল ২৭ রান করেছেন। এই জয় ত্রিনবাগোকে নিয়ে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচ শেষে ১০ পয়েন্ট তাদের। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লুসিয়া কিংস।