মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১০:১৯

এবার সরাসরি বিসিবি পরিচালক হিসেবে নির্বাচন করার ঘোষণা বুলবুলের

এবার সরাসরি বিসিবি পরিচালক হিসেবে নির্বাচন করার ঘোষণা বুলবুলের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে যখন আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেন, তখন তিনি জানিয়েছিলেন যে বিসিবি বস হিসেবে একটি টি-টোয়েন্টি ইনিংস খেলেই বিদায় নিতে চান তিনি। 

টেস্টের মত লম্বা ইনিংস খেলতে চান না তিনি। তবে এরপর বিসিবি সভাপতি হিসেবে লম্বা সময় থাকার মনোবাসনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে তা নির্বাচন করে নয়, অন্য কোনো উপায়ে সভাপতি হিসেবে থেকে যাওয়ার কথাই জানিয়েছিলেন। এবার অবশ্য সরাসরি বিসিবি পরিচালক হিসেবে নির্বাচন করার ঘোষণাই দিলেন তিনি। 

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এই ইচ্ছার কথা জানান। গত তিন মাস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে এবার দেশের ক্রিকেটের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার ইচ্ছা থেকেই সরাসরি পরিচালক পদে নির্বাচন করতে চান। 

সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় বুলবুল বলেন, “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।” এর আগে গত ২৮ আগস্ট এ প্রসঙ্গে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলবুল বলেন, “অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল, সব ছেড়ে এসেছি দেশের জন্য। যতদিন সম্ভব, ততদিন কাজ করে যাব। এর পরের বিষয়গুলো আমার হাতে নেই।”

বর্তমানে বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম এনএসসি মনোনীত দুই বোর্ড পরিচালক। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির পুরনো সভাপতি ও কিছু পরিচালক পদত্যাগ করলে, নতুন করে এনএসসি থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়। এরপরই সভাপতির দায়িত্ব পান বুলবুল।

তিনি বলেন, “আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করতে হবে, তারপর নতুন বোর্ড গঠিত হলে সেখানকার পরিচালকরা প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এটা এখন অনেক দূরের কথা। আপাতত আমি আমার বর্তমান কাজেই মনোযোগ দিচ্ছি।” 

এদিকে বিসিবি দায়িত্ব নিয়ে বুলবুল বলেছিলেন, 'আমি এসেছি টি-টোয়েন্টি খেলতে।' তবে গত ২৫ আগস্ট তিনি বলেন, 'আমি কখনোই নির্বাচন করব না। রসদ নেই। ফ্রি-তেই এসেছি। তবে যদি সুযোগ থাকে, দায়িত্বে থাকতে চাই।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে