বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৬:০৬

ক্রিকেটার তামিম ইকবালকে সমর্থন করবে বিএনপি

ক্রিকেটার তামিম ইকবালকে সমর্থন করবে বিএনপি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে আগ্রহ নেই সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবীর। তার এবং বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালকে সমর্থন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে সভাপতি পদে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে নাম উঠেছিল আরেক সভাপতি আলী আসগর লবীরও।

তবে সম্ভাবনা নাকচ করে দিয়ে লবি বলেন, ‘আমার উপর চাপ আছে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার, কিন্তু আমি বলেছি আমি পারব না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। একসঙ্গে দুই জায়গায় কাজ করে সময় দিয়ে পারব না।’

বিএনপি থেকে সাবেক জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালকে সমর্থন দেওয়া হচ্ছে বলেও মতবিনিময় অনুষ্ঠানে জানান খুলনা-৫ আসন থেকে বিএনপির এ সম্ভাব্য প্রার্থী।

তিনি বলেন, ‘আমাদের দলের থেকে প্যানেল আসবে, সেখানে তামিম ইকবাল প্রার্থী হবে। ভালো একজন ক্রিকেটার এবং শিক্ষিত ছেলে, সে যদি বিসিবি সভাপতি হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটর উন্নতি করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে যারা সরকারে আছে তাদের নাকি ইচ্ছা বুলবুলকে সভাপতি করার। সেটা যদি হয়, তাহলে তো এখানেও পলিটিক্স হয়ে গেল। খেলাধুলায় পলিটিক্স রাখা তো ঠিক হবে না।’

উল্লেখ্য, মো: আলী আসগর লবী ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি ছিলেন তিনি। এছাড়া অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ২০০১ সালে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময়ে খুলনা-২ আসনে বেগম খালেদা জিয়ার ছেড়ে দেয়ার পর উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে