স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের হিসাবের খাতা প্রায় গুটিয়েই ফেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই এরই মধ্যে জায়গা নিশ্চিত করে ফেলেছে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে। তবে বাছাইপর্বে দুই দলেরই বাকি আছে দুই ম্যাচ করে। আর আগামীকাল শুক্রবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে আলাদা ম্যাচে মাঠে নামবে এই দুই দল।
এদিন নেইমারবিহীন আনচেলত্তির ব্রাজিল লড়বে চিলির সঙ্গে, আর বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
গুঞ্জন আছে, আজকের ম্যাচটাই হতে পারে আর্জেন্টিনার ঘরের মাঠে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচে তাই শুধু তিন পয়েন্টের লড়াই নয়, একটি যুগের আবেগময় বিদায়ও হতে পারে।
ম্যাচের সময়সূচি (বাংলাদেশ সময়)
আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা
ভেন্যু: বুয়েনস আইরেস
সময়: শুক্রবার (৫ সেপ্টেম্বর), সকাল ৫:৩০ মিনিট
ব্রাজিল বনাম চিলি
ভেন্যু: মারাকানা স্টেডিয়াম
সময়: শুক্রবার (৫ সেপ্টেম্বর), সকাল ৬:৩০ মিনিট
ম্যাচ দেখা যাবে কোথায়?
উপমহাদেশের কোনও টিভি চ্যানেলে ম্যাচ দুটি দেখা যাবে না। তবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম—beIN Sports, Fox Sports, Globo ইত্যাদিতে সাবস্ক্রিপশন থাকলে খেলা দেখা যাবে।
এছাড়া ফ্রি স্ট্রিমিংয়ের জন্য জনপ্রিয় কিছু অনানুষ্ঠানিক অ্যাপ যেমন Yacine TV, Sportzfy, Live NetTV ব্যবহার করা যেতে পারে, তবে এসব থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের নিরাপত্তা ও বৈধতা নিয়ে সংশয় থাকাই স্বাভাবিক।