স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকা তাঁর ভারত সফরকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে বিশ্বকাপজয়ী এই তারকা তাঁর ভারত সফরের আগে দেশটির প্রাধনমন্ত্রীর জন্য বিশেষ এক জার্সি পাঠিয়েছেন।
গতকাল ১৭ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন ছিল। সেই উপলক্ষে ২০২২ বিশ্বকাপের নিজের একটি জার্সি ভারতের প্রধানমন্ত্রীর জন্য পাঠিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। জার্সিতে মেসির স্বাক্ষরও রয়েছে।
মেসির ভারত সফর আয়োজনের পেছনের কারিগর ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত এই বিষয়টি নিশ্চিত করেছেন।
মেসির জার্সির বিষয়ে সংবাদমাধ্যম পিটি আইকে শতদ্রু বলেন, ‘ফেব্রুয়ারিতে যখন আমি তাঁর(মেসি) সঙ্গে এই সফর নিয়ে আলোচনা করতে দেখা করেছিলাম, তখন আমি তাঁকে বলেছিলাম সামনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন আসছে। তখন তিনি বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর জন্য স্বাক্ষরিত একটি জার্সি পাঠাবেন।’
পিটিআইকে ভারতীয় এই উদ্যোক্তা আরও বলেন, ‘জার্সিটি দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে।’
আগামী ১৩ই ডিসেম্বর কলকাতা দিয়ে মেসির ভারত সফর শুরু হওয়ার কথা রয়েছে। আর্জেন্টাইন তারকা সফরে ভারতের আরও তিনটি শহরে যাওয়ার কথা রয়েছে। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু আরও জানিয়েছেন, ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ করানোর পরিকল্পনা চলছে।