স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি আবারও দেখালেন মঞ্চ যেটাই হোক, জ্বলে উঠতে সর্বদা প্রস্তুত তিনি। আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোল ও এক অ্যাসিস্টে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল ক্লাবটি।
রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখায় মায়ামি। শেষ দিকে ডিসি ইউনাইটেড নাটকীয়তার আভাস দিলেও শেষ পর্যন্ত আর সেটি হয়ে উঠেনি। মায়ামির পক্ষে মেসি জোড়া গোল করার পাশাপাশি আরেকটি গোল করেন তাদেও আলেন্দে। ডিসি ইউনাইটেডের হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান বেনটেকে ও জ্যাকব মারেল।
ম্যাচের ৩৫ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেন্দে। মেসির নিখুঁত এক উঁচু পাসে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলজিয়ামের সাবেক স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনটেক ডিসি ইউনাইটেকে সমতায় ফেরান। এরপরই শুরু হয় মেসি ম্যাজিক।
৬৬ মিনিটে জর্দি আলবার পাস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোল করেন বিশ্বকাপজয়ী মেসি। তারকা এই ফুটবলারের পরের গোলটি চোখে লেগে থাকার মতো। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোলবারের শীর্ষ কোণ খুঁজে নেন তিনি। মায়ামি পায় ৩-১ গোলে নিরাপদ লিড। ইনজুরি টাইমে ডিসি ইউনাইটেডের জ্যাকব মারেল গোল করলেও তা তাদের পরাজয় এড়াতে পারেনি। জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।