স্পোর্টস ডেস্ক : ত্রিশ গজের বাইরে রাখা দুই ফিল্ডারের সুবিধাটা দারুণভাবে কাজে লাগিয়েছে পাকিস্তান। পাওয়ার প্লে শেষ ১ উইকেটে ৫৫ রান তুলেছে তারা। পাকিস্তানের এমন শুরুতে অবশ্য অবদান রয়েছে ভারতের দুই ফিল্ডারের।
অভিষেক শর্মা ও কুলদীপ যাদব দুটি ক্যাচ মিস করার কারণেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি ভারত।
অন্যথা, পাকিস্তানের চেয়ে ভারতের শুরুটাই ভালো হওয়ার কথা ছিল। ইনিংসের তৃতীয় বলেই শাহিবজাদা ফারহানের ড্রেসিংরুমে ফেরার কথা ছিল। কিন্তু হার্দিক পান্ডিয়ার বলে থার্ডম্যানে ক্যাচটা নিতে পারেননি অভিষেক। ‘জীবন’ পেয়ে পাকিস্তানকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন শাহিবজাদা।
শুধু প্রথম ওভারেই নয়, অষ্টম ওভারেও জীবন পান পাকিস্তানের ওপেনার। এবারো লাইফ পেয়েছেন অভিষেকের মাখন হাতের কারণে। ০ ও ৩২ রানে জীবন পাওয়া শাহিবজাদা ইতিমধ্যে পেয়ে গেছেন ফিফটি। অপরাজিত ৫২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৩ ছক্কায়।
শাহিবজাদার ফিফটিতে ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৯১ রান। উইকেট হারিয়েছে ওই একটিই। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সাইম আইয়ুব। ইনিংসের পঞ্চম ওভারে একবার জীবন পেয়েছেন সাইমও। ব্যক্তিগত ৪ রানের সময় কুলদীপ তার ক্যাচ মিস করেন।
বর্তমানে ২১ রানে অপরাজিত আছেন তিনি। জীবন পেয়ে ইতিমধ্যে দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েছেন তারা।
এর আগে শাহিবজাদার সঙ্গে আজ ওপেনিংয়ে নামা ফখর জামান দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে দলীয় ২১ রানে হার্দিকের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ফেরেন ৯ বলে ১৫ রান করে।