বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৮:০১

সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুস্তাফিজ, ছক্কার রেকর্ড সাইফের

সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুস্তাফিজ, ছক্কার রেকর্ড সাইফের

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ভারতের কাছে ৪১ রানের পরাজয়ে তাদের অপেক্ষাটা আরও বাড়ল। এমন ম্যাচেও ব্যক্তিগত কিছু প্রাপ্তি রয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন মুস্তাফিজুর রহমান। এ ছাড়া ব্যাট হাতে ছক্কার রেকর্ড গড়েন সাইফ হাসান।

এর আগে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ভারতের সঙ্গেও খুব একটা খারাপ করেননি। পাওয়ার প্লেতে খরুচে হলেও, পরে ভারতীয় ব্যাটারদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিয়েছেন ১ উইকেট। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১৫০তম উইকেট পেলেন ফিজ। যা ফরম্যাটটিতে টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চও।

লঙ্কানদের বিপক্ষে ৩ উইকেট নিয়েই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পাওয়া সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছিলেন বাঁ-হাতি এই পেসার। ভারতের সঙ্গে ম্যাচ খেলতে নামার আগে ফরম্যাটটিতে দুজনের উইকেটসংখ্যা সমান ১৪৯ ছিল। এক উইকেট নিয়েই সাকিবকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ১১৮ টি-টোয়েন্টিতে তার শিকার ১৫০ উইকেট। এই তালিকায় যথাক্রমে আছেন– সাকিব (১৪৯), তাসকিন আহমেদ (৯৯), শেখ মেহেদী (৬১), শরিফুল ইসলাম (৫৮) ও রিশাদ হোসেন (৫৪)।

অন্যদিকে, ব্যাটিং বিপর্যয়ে হারের ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যতিক্রম ছিলেন কেবল সাইফ হাসান। ব্যক্তিগত সর্বোচ্চ ৬৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ৫১ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন। যা এশিয়া কাপের এক ইনিংসে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। এমনকি ভারতের বিপক্ষেও এক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন সাইফ। এর আগে লঙ্কানদের বিপক্ষেও ৬১ রান করার পথে ৪টি ছয় মারেন তিনি, তা ছিল টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে সর্বোচ্চ। 

সাইফ হাসানের কল্যাণে আবার লজ্জার কীর্তি গড়েছে ভারতও। কোনো টি-টোয়েন্টি ম্যাচে গতকালই প্রথম তারা এক ব্যাটারের ৪টি ক্যাচ ছেড়েছে। অবশ্য সাইফ হাসানের তোলা বেশিরভাগ ক্যাচই কঠিন ছিল। টি-টোয়েন্টিতে এমন কীর্তি অবশ্য চারবার দেখা গেছে। চলমান এশিয়া কাপেই শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার ৪টি ক্যাচ ছাড়ে হংকংয়ের ফিল্ডাররা। এ ছাড়া লঙ্কানদের বিপক্ষে ইংল্যান্ডের জেসন রয় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এক ম্যাচে সমান ৪ বার করে ক্যাচ মিসে জীবন পান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে