স্পোর্টস ডেস্ক : বর্তমানে পেস আক্রমণে বিশ্ব সেরাদের কাতারে বাংলাদেশ। বেশ কয়েকজন ভালোমানের পেসার পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বোলার কে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মাশরাফি বিন মুর্তজা, তাসকিন নাকি রুবেল হোসেন।
এই নিয়ে বিতর্ক ধারাভাষ্যকারদের মধ্যেও। ধারাভাষ্য কার গৌতম বলেছেন, তাসকিনই বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির পেসার।
তবে দেশীয় ধারাভাষ্যকার আতাহার আলীর যুক্তিতে টিকেনি তার বক্তব্য। গৌতম বলেছেন, বাংলাদেশের কাউকে তাসকিনের চেয়ে গতিতে বল করতে দেখিনি।
তিনি তাসকিনের ২৪৭ কিলো গতিবেগের বল দেখেছেন। তখন আতাহার আলী জানান, রুবেল হোসেন ২০০৯ বিশ্বকাপে ভারত বধের দিনে ঘণ্টায় ১৪৮.৬ কিলো বেগে বল করেছেন।
আতাহারের কথার বেরিয়ে আসে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুত গতির বল রুবেল হোসেনই ছুড়েছেন।
৪ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর