সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ০২:১৭:৫০

কারা এশিয়ার দ্বিতীয় সেরা দল? জানালেন জোনাথন ট্রট

কারা এশিয়ার দ্বিতীয় সেরা দল? জানালেন জোনাথন ট্রট

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ চলাকালে জানা গিয়েছিল যে রশিদ খান বলেছেন এশিয়ার দ্বিতীয় সেরা দল তারা। তবে এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে দিন কয়েক আগে রশিদ খান বলেছিলেন, এই তকমা তারা নিজেরা নিজেদের দেননি, দিয়েছে মিডিয়াই। এবার জোনাথন ট্রট বললেন, দ্বিতীয় সেরা নন তারা, পিছিয়ে গেছেন অনেকটা।

রোববার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল, আসলে বর্তমানে আমরা সেই জায়গায় নেই। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সব আলোচনা একুরেট নয়। আমাদের আরও বেটার হতে হবে। আরও ভালো করতে হবে আমাদের। তবে আমি হতে চাইব (দ্বিতীয় সেরা দল), আমি চাইব একদম বেস্ট হতে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।’

সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে ট্রট বলেছেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। বাজেভাবে হেরেছি আমরা। কিছু পরিবর্তন তো দলে আসবেই। কয়েকজন এখানে ছিল না, ফলে তরুণদের সুযোগ দিতে চেয়েছি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা দল সাজাচ্ছি। সামনে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ আছে, নভেম্বরের শেষে। আশা করছি এমন দল বানাতে পারব যেই দল ম্যাচ জেতা শুরু করবে।'

এছাড়া কন্ডিশন নিয়ে ট্রট বলেন, ‘না আমার মনে হয় না (কন্ডিশন) কোনো কারণ, আমরা গত কয়েক বছরে ম্যাচ জিতেছি অনেক। আমরা আসলে ভালো ক্রিকেট খেলতে পারিনি। দিন শেষে তাদের সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। কোচ হিসেবে সবাইকে ভালো অবস্থায় রাখাটা আমার জন্য জরুরি। মাঠে যেন সবাই আত্মবিশ্বাসী থাকে, এটাই আমি চাই। চাপের মধ্যে ভালো খেলতে পারলেই আমাদের পারফরম্যান্সে উন্নতি হবে।’

দলের অধিনায়ককে নিয়ে কোচ ট্রট বলেছেন, ‘আন্তর্জাতিক যেকোনো দলই রশিদ খানের বিপক্ষে খেলার সময় চিন্তায় থাকে। সে যেখানেই খেলুক। কারণ সে উইকেট তুলতে সক্ষম। তবে এটা বোঝা নয়। সে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়। মাঠে অনেক এফোর্ট দেয়। পারফরম্যান্সও বেশ ভালো। কোয়ালিটি দারুণ। তার পারফরম্যান্স বাকিদের অনুপ্রাণিত করে। এখান থেকেই আত্মবিশ্বাস আসবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে