স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা। দেড় যুগ পর সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। রোববার (১২ অক্টোবর) ভোরে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। জয়সূচক গোল দুটি করেছেন মায়ের কারিজো ও মাতেও সিলভেত্তি।
চিলির জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে এদিন বল দখলে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর। তবে আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা। ১২টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল। অন্যদিকে মাত্র ৩৩ শতাংশ সময় বল দখলে রেখেও ৯টি শট নিয়ে ৬টিই লক্ষ্য রাখে আর্জেন্টিনা।
মেক্সিকোর বিপক্ষে প্রথম গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি মেসির উত্তরসূরিদের। ম্যাচের অষ্টম মিনিটে প্রেস্টিয়ান্নির নিখুঁত পাসে বল পেয়ে দুর্দান্তভাবে এগিয়ে যান আকুনিয়া। তার শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও, ফিরতি বলে মায়ের কারিজো বল জালে পাঠাতে ভুল করেননি। আর তাতেই ম্যাচের প্রথম লিড পেয়ে যায় আলবিসেলেস্তেরা।
দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় বদল করে আর্জেন্টিনা, যা বেশ কার্যকরী ভূমিকা রাখে। হুয়ান ভিয়ালবার দারুণ পাস ধরে বল নিয়ন্ত্রণে রেখে দুর্দান্ত দৌড়ে আসেন মাতেও সিলভেত্তি। নিখুঁত ফিনিশিংয়ে চোখ ধাঁধানো গোল করেন তিনি। আর্জেন্টিনাও এগিয়ে যায় ২-০ গোলে। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। বুধবার তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
উল্লেখ্য, যুব বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। কিউবা, অস্ট্রেলিয়া ও ইতালিকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে ডিয়েগো প্লাসেন্তের দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে পা রাখে। সেখানে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারায় আর্জেন্টিনা।