সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ০২:৪৮:৫৭

আরও এক দেশের বিশ্বকাপে টিকিট নিশ্চিত

আরও এক দেশের  বিশ্বকাপে টিকিট নিশ্চিত

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ঘানা। রোববার কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে ‘ব্ল্যাক স্টারস’-রা ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে পঞ্চম আফ্রিকান দল হিসেবে নাম লেখায়।

আক্রার গমগমে স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭তম মিনিটে থমাস পার্টের পাস থেকে সহজ ফিনিশে গোল করেন কুদুস। এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।

বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনা টিকিয়ে রেখেছে নাইজারও। জাম্বিয়ার বিপক্ষে তারা জিতেছে ১–০ গোলে। তবে বুরকিনা ফাসো ও নাইজারকে নিজেদের চূড়ান্ত ভাগ্য জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব ম্যাচ শেষ হলে তবেই জানা যাবে তারা বিশ্বকাপের দৌড়ে থাকছে কি না।

২০২৬ বিশ্বকাপে আফ্রিকা থেকে বাছাই উত্তীর্ণ হয়ে সরাসরি জায়গা করবে নয়টি দল। ইন্টারকনফেডারেশন প্লে–অফের মাধ্যমে আরেকটি দলের বিশ্বকাপ খেলার সুযোগ আছে।

এবারই প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হবে বিশ্বকাপের আসর। এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ।

বিশ্বকাপের পরিসর বাড়ানোর ফলে প্রতিযোগিতার উত্তেজনা যেমন বেড়েছে, তেমনি নতুন নতুন দেশ নিজেদের ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে। এখন পর্যন্ত ১৯টি দেশ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। ২০২৬ বিশ্বকাপে থাকবে মোট ১৬টি ভেন্যু, যার মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোতে এবং ২টি কানাডায়। দর্শকসংখ্যা, সম্প্রচার অধিকার এবং বাণিজ্যিক দিক থেকে এটিই হতে যাচ্ছে ফিফার সবচেয়ে বড় আয়োজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে