স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরীই এখন দেশের ফুটবলের পোস্টারবয়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা দেশের হয়ে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলে ফেলেছেন। করেছেন ২টি গোলও, যার একটি ফ্রি কিক থেকে।
হামজা ফ্রি কিক থেকে গোলটি করেছিলেন গত ৯ অক্টোবর। অধিনায়ক না হয়েও ওই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। শুধু এই ম্যাচে কেন, প্রতিটি ম্যাচেই হামজা সতীর্থদের সব সময় দিক নির্দেশনা দিয়ে থাকেন। ওই ম্যাচে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া শুরুর একাদশে ছিলেন না।
জামাল আগামীকাল হংকংয়ের বিপক্ষে তাদেরই মাটিতে ম্যাচটিতে সুযোগ পাবেন কি না, তার কোনো নিশ্চিয়তা নেই। এমন অবস্থায় হামজাকেই অধিনায়ক হিসেবে দেখতে চান দেশের ফুটবল ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে তার খানিকটা আন্দাজ পাওয়া যায়।
লেস্টার তারকাকে অধিনায়ক হিসেবে দেখতে চান জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরাও। কাবরেরা বলেন, ‘আমি দেখেছি হামজা মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দিক নির্দেশনা দেয় এটা খুবই ভালো একটি দিক। হামজা ক্যাপ্টেন হলে ক্যাপ্টেন্সির লাইনটা আরও সমৃদ্ধ হবে। অবশ্যই হামজাকে আমি অধিনায়ক হিসেবে দেখতে চাই।’
হামজার সতীর্থদেরও তাকে অধিনায়ক হিসেবে পেতে আপত্তি নেই। মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘যেই ক্যাপ্টেন হোক, সে দেশকেই প্রতিনিধিত্ব করবে। টিমের ভালোর জন্য কাজ করবে। তো আমরা মনে করি হামজা ক্যাপ্টেন হলে আমার বা আমাদের দলের কারো কোনো সমস্যা নাই।’
হোম ম্যাচে জামাল-শমিত-ফাহামেদুল-জায়ানরা ছিলেন না শুরুর একাদশে। অ্যাওয়ে ম্যাচে তারা থাকবেন কি না তার নিশ্চয়তা দিতে পারেননি কোচ। ‘আমি বলতে পারবো না কে মাঠে থাকবে আর কে থাকবে না। তবে এটা বলতে পারি দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই অনুশীলন করেছে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’