শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১২:০৩:২২

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড, ৩৫ বল খেলে ৭ ছক্কা ও ১৪ চারে ১০৬!

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড, ৩৫ বল খেলে ৭ ছক্কা ও ১৪ চারে ১০৬!

স্পোর্টস ডেস্ক: ভারতের সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে ইতিহাস গড়লেন মহারাষ্ট্রের ব্যাটার কিরণ নাভগির। পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে তিনি নারী ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড নিজের দখলে নিয়েছেন। এর মাধ্যমে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের ৩৬ বলের রেকর্ড ভেঙে দেন নাভগির।

 নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করা পাঞ্জাব ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রান করে। জবাবে, নাভগিরের বিধ্বংসী ইনিংসে ভর করে মহারাষ্ট্র মাত্র ৮ ওভারে ৯ উইকেটে জয় অর্জন করে।

৩১ বছর বয়সী নাভগির ৩৫ বল খেলে ৭টি ছক্কা ও ১৪টি চারের সাহায্যে ১০৬ রানে অপরাজিত থাকেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬, যা নারী ক্রিকেটে তিনশর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরিরও নতুন রেকর্ড।

 নাভগিরের ঘরোয়া কীর্তি নতুন নয়। ২০২২ সালের টি-টোয়েন্টি আসরে তিনি ৭৬ বলে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন এবং একাই ৩৫টি ছক্কা হাঁকিয়েছিলেন, যা প্রতিযোগিতার ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা ভালো হয়নি; ২০২২ সালে ভারতের হয়ে ৬ ম্যাচে মাত্র ১৭ রান করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে