রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৪০:০২

আবুধাবি টি-টেন লিগে দল পেলেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার

আবুধাবি টি-টেন লিগে দল পেলেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটের আগেই দল পান সাকিব। এবার ড্রাফট থেকে ছন্দে থাকা দুই টাইগার ক্রিকেটার পেয়েছে দল।

শনিবার (১৮ অক্টোবর) হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। এমন দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ টি-টেন লিগে দল পেলেন সাইফ।

অন্যদিকে, ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলবেন ডানহাতি এই পেসার। গতিময় বোলিংয়ে সবার নজর কাড়লেও বল হাতে অবশ্য তেমন সুবিধা করতে পারছেন না তিনি। তবুও টি-টেন লিগে ঠিকই দল পেয়েছেন তিনি।

ড্রাফটের কয়েকদিন আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে টেনেছে রয়্যাল চ্যাম্পস। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেন। আট দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৩০ নভেম্বর। টুর্নামেন্টের নবম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে খেলা খেলা ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারির্সের সঙ্গে যোগ দিচ্ছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে