 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক : ছেলের সঙ্গে জাতীয় দলের খেলার স্বপ্নের কথা আগেই জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার ছেলেও ঐ পথে একটু একটু করে এগোচ্ছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলেও অভিষেক হয়ে গেল রোনালদো জুনিয়রের।
ফেডারেশন কাপে তুরস্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচে অভিষেক হয়েছে রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রের। সেই ম্যাচটি পর্তুগাল জয় পেয়েছে ২-০ গোলে। যদিও গোল কিংবা অ্যাসিস্টে কোনো সহায়তা করতে পারেননি রোনালদোর ছেলে।
শুরুর একাদশে জায়গা পাননি তিনি। যোগ করা সময়ে বদলি হিসেবে নামানো হয়েছে রোনালদো জুনিয়রকে। পর্তুগালের হয়ে গোল করেন স্যামুয়েল তাভারেস ও রাফায়েল কাবরাল।
এদিকে ফেডারেশন কাপে তিনটি ম্যাচ খেলবে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল। এরই মধ্যে একটি ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। এরপর পর্তুগালের পরের দুইটি ম্যাচে যথাক্রমে ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে।
বর্তমানে আল নাসরের একাডেমিতে খেলা রোনালদো জুনিয়র চলতি বছর পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন। সেখানে চার ম্যাচ খেলে গোলও করেছেন তিনি। এখন বাবার সঙ্গে সিনিয়র দলে খেলার স্বপ্ন নিয়ে এগোচ্ছে ১৫ বছর বয়সি রোনালদো জুনিয়র।