 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম বাংলাদেশি হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। শুক্রবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড গড়েন ২৪ বছর বয়সী ওপেনার।
ম্যাচে নামার আগে তামিমের রান ছিল ৯৬৭। মাত্র ৬২ বলে ৮৯ রানের ইনিংস খেলে তিনি মাত্র ৪২ ইনিংসে ১,০০০ রান অতিক্রম করেন। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে এই মাইলফলক স্পর্শের রেকর্ড।
এর আগে এই রেকর্ডটি ধরে রেখেছিলেন তাওহীদ হৃদয়, যিনি ৪৫ ইনিংসে ১,০০০ রান পূর্ণ করেছিলেন। তার চেয়ে বেশি ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল (৪৯ ইনিংস) এবং বর্তমান অধিনায়ক লিটন দাস ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (প্রতিজন ৫১ ইনিংস)।
তানজিদ তামিমের অভিষেক হয়েছিল ২০২৪ সালের মে মাসে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং এবার একই মাঠে তিনি ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। বর্তমানে ২৫ বছর বয়সী এই ব্যাটার টি-টোয়েন্টিতে ৪২ ম্যাচে ১০টি ফিফটি হাঁকিয়ে নিজেকে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।