সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:০৮:৫৮

সমর্থকের মৃত্যু এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই!

সমর্থকের মৃত্যু এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই!

স্পোর্টস ডেস্ক : ফুটবল মানেই আবেগ, কিন্তু সেই আবেগই কেড়ে নিল এক নিবেদিত রিয়াল মাদ্রিদ সমর্থকের প্রাণ। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইসরায়েলের নাগরিক ইগল ব্রডকিন (৫০)।

 মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু দলের এই জয় উপভোগ করতে পারেননি ব্রডকিন।

খেলার ৫২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। ঠিক সেই মুহূর্তেই হৃদরোগে আক্রান্ত হয়ে গ্যালারিতে লুটিয়ে পড়েন এই রিয়াল সমর্থক।

স্টেডিয়ামের মেডিক্যাল টিম তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হলে তাকে দ্রুত লা পাজ হাসপাতালে নেওয়া হয়। তবে সর্বোচ্চ চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে ব্রডকিনের ছেলে বলেন, রিয়াল মাদ্রিদের পাগল ভক্ত ছিলেন আমার বাবা। পুরো পরিবারের মাঝে ক্লাবের ভালোবাসা তিনি ছড়িয়ে দিয়েছিলেন। একসঙ্গে বসে সবসময় আমরা রিয়ালের খেলা দেখতাম।

ব্রডকিনের প্রতি শ্রদ্ধা জানাতে রিয়াল সমর্থকরা আগামী ৫ নভেম্বর লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে