বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ০৯:০৯:৫১

১৪ নভেম্বর ওই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা

১৪ নভেম্বর ওই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা

স্পোর্টস ডেস্ক : এবারের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা একটি ম্যাচই খেলবে, ১৪ নভেম্বর ওই ম্যাচে প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। এই ম্যাচের জন্য শিগগির দল ঘোষণা করবেন লিওনেল স্ক্যালোনি। বিদেশি লিগে খেলা ফুটবলারদের দিয়েই দল সাজানোর সম্ভাবনা তার।

সাধারণত ফিফা উইন্ডো শুরু হলে ক্লাব ফুটবল বন্ধ থাকে। কিন্তু এবার ব্যতিক্রম হচ্ছে আর্জেন্টিনার লিগে। ১০ নভেম্বর থেকে শুরু হবে এবারের উইন্ডো, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এর মাঝেই চলবে আর্জেন্টিনার প্রধান ঘরোয়া প্রতিযোগিতা প্রিমেরা ডিভিশন। ১০ নভেম্বর ম্যাচ আছে চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের। সপ্তাহখানেকের মধ্যেই দুদল নিজেদের পরের ম্যাচ খেলবে। এ কারণেই স্ক্যালোনির দলে স্থানীয় লিগে খেলা ফুটবলারদের থাকার সম্ভাবনা কম। খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যমে ওলের।

আর্জেন্টিনা দলে নিয়মিতদের মধ্যে স্থানীয় লিগে খেলেন গঞ্জালো মন্টিয়েল, মার্কোস আকুনা, লেয়ান্দ্রো প্যারাদেস। প্রথম দুজনই খেলেন রিভার প্লেটে, প্যারাদেস বোকায়। ওলের খবর সত্যি হলো এই তিনজনের কেউই অ্যাঙ্গোলা ম্যাচের স্কোয়াডে জায়গা পাচ্ছেন না।

আর্জেন্টিনার এই ম্যাচটি আয়োজন করবে অ্যাঙ্গোলার রাজধানী শহর লুয়ান্ডা। অ্যাঙ্গোলা এই ম্যাচটি খেলবে স্বাধীনতা দিবস উপলক্ষে। ১১ নভেম্বর তাদের স্বাধীনতা দিবস। পর্তুগিজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ে ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন হয়েছিল তারা। এমন গুরুত্বপূর্ণ সময়ে লুয়ান্ডা সমর্থকদের মেসিদের খেলা দেখার সুযোগ করে দিচ্ছে। যদিও মেসি এই সফরে যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। সবশেষ ৮ ম্যাচের মধ্যে তিনি ৪টিতেই খেলেননি। অবশ্য দুটি ইনজুরির কারণে।

এর আগে আফ্রিকান ক্রীড়া সংবাদমাধ্যম ‘স্পোর্টস নিউজ অব আফ্রিকা’র সাংবাদিক রোমাইন মলিনা দাবি করেছিলেন, আর্জেন্টিনা নাকি এই সফরে যাচ্ছে ১২ মিলিয়ন ডলারের বিনিময়ে। অ্যাঙ্গোলা এই অর্থ দিচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৪৬ কোটি টাকার চাইতেও বেশি। মলিনা নিউইর্য়ক টাইসম, বিবিসি, সিএনএনসহ প্রাচ্যের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেছেন, করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে