বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:১৮:৪১

আজ লেখা হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়

আজ লেখা হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ লেখা হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়। হ্যারি টেক্টরকে এলবিডব্লু করে তাইজুল ইসলাম পৌঁছে গেলেন এক ঐতিহাসিক মাইলফলকে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট!

 বলটি টেক্টরের প্যাডে লাগতেই তাইজুলের উচ্ছ্বাস আম্পায়ারের আঙুল ওঠার আগেই যেন ফলাফল জানতেন তিনি। টিভি রিভিউতেও মেলে একই রায় ‘আউট’। আর এই একটি সিদ্ধান্তেই ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন বাংলাদেশের স্পিন আক্রমণের নির্ভরযোগ্য মুখ।

তাইজুল হলেন মাত্র তৃতীয় বাংলাদেশি বোলার, যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন। তার আগে এই অর্জন করেছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক (৬৩৪) ও এনামুল হক জুনিয়র (৫১৩)।

২০১১ সালের ১০ এপ্রিল রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে তাইজুলের প্রথম শ্রেণির অভিষেক। সেই ম্যাচেই ফরহাদ হোসেনের হাতে ইফতেখার নাঈমকে ক্যাচ বানিয়ে পান নিজের প্রথম শিকার। অভিষেক ইনিংসে চারটি ও ম্যাচে ছয় উইকেট নিয়ে জানান দিয়েছিলেন ভবিষ্যৎ সম্ভাবনার। ১৪ বছর ও ১১৩ ম্যাচ পর আজ সেই স্বপ্ন ছুঁয়ে ফেললেন বাস্তবে।

তাইজুল এখন পর্যন্ত পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন বাংলাদেশ জাতীয় দল, রাজশাহী বিভাগ, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও বাংলাদেশ ‘এ’ দল। এর মধ্যে টেস্ট ফরম্যাটেই পেয়েছেন সবচেয়ে বেশি ২৪০ উইকেট। রাজশাহীর হয়ে ১৫২, উত্তরাঞ্চলের হয়ে ৭৩, পূর্বাঞ্চলের হয়ে ১৮ এবং বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিয়েছেন ১৭ উইকেট।

তাইজুলের এই মাইলফলক কেবল পরিসংখ্যান নয়, এটি ধারাবাহিকতা ও পরিশ্রমের প্রতীক। ঘরোয়া থেকে আন্তর্জাতিক ক্রিকেট সব জায়গায়ই তিনি ছিলেন স্পিন আক্রমণের ভরসা। আজ সিলেটের মাঠে টেক্টরকে ফিরিয়ে ৫০০তম উইকেট উদ্‌যাপনটি যেন তার এক যুগের অধ্যবসায়ের সার্থক প্রতিফলন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে