বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:৩৪:১৮

ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মুশফিকুর, শুভকামনা ‘বান্টু দা’— লিখলেন মাশরাফি

ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মুশফিকুর, শুভকামনা ‘বান্টু দা’— লিখলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে রচনা করলেন অনন্য এক মাইলফলক। আর এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক ও সতীর্থ মাশরাফি বিন মর্তুজা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিককে উদ্দেশ্য করে মাশরাফি লিখেছেন, ‘মুশফিক, দেশের ক্রিকেট বাস্তবতায় এগুলো অসাধারণ একটি সাফল্য। টেস্ট ক্রিকেটে তোমার ভালোবাসা, টেস্টের প্রতি তোমার নিবেদন ও প্যাশন সত্যিই আলাদা। ২০ বছরের বেশি সময় ধরে টপ লেভেলে খেলে যাওয়া গর্বের।’

মাশরাফি আরও লিখেন, ‘আশা করি তোমাকে দেখে তরুণরা অনুপ্রাণিত হবে এবং টেস্টে দীর্ঘ ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখবে। দোয়া করি—য যতদিন খেলো, দেশের হয়ে আরও বড় অবদান রাখো।’

চির পরিচিত মজার ভঙ্গিতে মুশফিককে ‘বান্টু দা’ বলেও সম্বোধন করেন তিনি। তার ভাষায়— শুভকামনা, মুশফিকুর রহিম (বান্টু দা)।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে ইতোমধ্যেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। সেঞ্চুরির কাছাকাছি রয়েছেন তিনি। তিন অঙ্ক ছুঁতে পারলে শততম টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আরেকটি রেকর্ড যুক্ত হবে তার নামের পাশে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে