বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:৫১:২৯

মুশফিকের পর এবার লিটনের সেঞ্চুরি

মুশফিকের পর এবার লিটনের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরিতে ম্যাচ রাঙিয়েছেন মুশফিক। তবে এর আড়ালে যে লিটনও বড় সংগ্রহের দিকে যাচ্ছিলেন তা খেয়াল করেননি অনেকেই। 

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি লিটনের শততম ম্যাচ। তবে মুশির আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করেছেন তিনি।
এমন উপলক্ষ্য সেঞ্চুরিতে রাঙানো বিশেষ আনন্দেরই হয়ে থাকবে লিটনের কাছে। 

এর আগে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে গত বছরের আগস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে