বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২:০২:৪৪

আন্তর্জাতিক অঙ্গনে আরো এক সুখবর পেল বাংলাদেশ

আন্তর্জাতিক অঙ্গনে আরো এক সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে আরো এক সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার সন্ধ্যায় প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০তম স্থানে উঠে এসেছে লাল-সবুজরা, যা গত ৯ বছরে বাংলাদেশের সেরা অবস্থান।

মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমার্ধে শেখ মোরসালিনের দুর্দান্ত গোলেই দুই দশকেরও বেশি সময়ের জয়খরা কাটায় দলটি।

২০০৩ সালের পর এই প্রথম ভারতকে হারালো বাংলাদেশ।

 এই জয়ের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও । ম্যাচের আগে যারা ৪৭ ধাপ এগিয়ে ছিল, সেই ভারত হারিয়েছে ১৭.১৩ র‍্যাঙ্কিং পয়েন্ট এবং নেমে গেছে ছয় ধাপ নিচে, ১৩৬তম স্থান থেকে ১৪২তম স্থানে। বিপরীতে বাংলাদেশ একই সংখ্যক পয়েন্ট অর্জন করে পয়েন্টসংখ্যা ৮৯৪.০৬ থেকে বেড়ে ৯১১.১৯-এ উন্নীত করেছে।

২০১৬ সালের মে মাসে সর্বশেষ ১৭৮তম স্থানে উঠেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় র‍্যাঙ্কিংয়ে তলানিতে কাটাতে হয়েছিল জামাল ভূঁইয়াদের। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে একসময় নেমে গিয়েছিল ইতিহাসের সর্বনিম্ন ১৯৭ নম্বরে।

এদিকে শীর্ষে থাকা দলগুলোর অবস্থানে তেমন পরিবর্তন আসেনি।

স্পেন আগের মতোই বিশ্বের এক নম্বরে, দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ ইংল্যান্ড। তবে ব্রাজিল দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে